নিজস্ব প্রতিবেদক

  ২৫ এপ্রিল, ২০১৮

রমজানের আগেই ঈদের ছুটির আনন্দ!

এপ্রিলের শেষ আর মের শুরুতে সাত দিনের ছুটি রমজানের আগেই ঈদের আনন্দ নিয়ে এসেছে সরকারি কর্মচারীদের জন্য। আগামী ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ৯ দিনের মধ্যে সাত দিনই বিভিন্ন উপলক্ষে ছুটি। বাকি দুই দিন ছুটি ‘ম্যানেজ’ করে একটানা দীর্ঘ অবকাশের পরিকল্পনা করতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকেই।

সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবারের সপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রোববার রয়েছে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ফলে ঈদের মতো টানা তিন দিনের ছুটি মিলে গেছে সরকারি চাকুরেদের তিন দিনের এই ছুটির পর ৩০ এপ্রিল অফিস করেই ১ মে মিলবে মে দিবস এবং ২ মে শবেবরাতের ছুটি।

তারপর ৩ মে বৃহস্পতিবার আবার অফিস খোলা। ৪ ও ৫ মে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি ৩০ এপ্রিল ছুটি নিয়েছেন। ফলে ছুটি কাটাবেন টানা ছয় দিন। পরিবারের সবাইকে নিয়ে ঢাকার বাইরে যাব ঘুরতে। অনেক দিন পর এমন সুযোগ পাওয়া যাচ্ছে।

আবার কেউ কেউ ৩ মে ছুটি নেওয়ার চেষ্টা করছেন। সেটা হলে তারাও টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন। যারা বাড়তি ছুটি ‘ম্যানেজ’ করতে পারছেন না, তারাও ২৭ থেকে ২৯ এপ্রিল টানা তিন দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

চাঁদ দেখাসাপেক্ষে বাংলাদেশে পহেলা রমজান হতে পারে ১৭ মে। আর রমজানের ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ১৫ থেকে ১৭ জুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist