গাজীপুর প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০১৮

সিটি নির্বাচন

জামায়াতের প্রার্থী নিয়ে সংশয় সমঝোতার আশা বিএনপির

২০ দলীয় জোটের শরিক জামায়াত ইসলামী গাজীপুর মহানগরীর আমির অধ্যক্ষ মো. সানাউল্লাহ মিয়া স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটের আলোচনা জমে উঠছে সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে। শেষ পর্যন্ত জামায়াত প্রার্থী নির্বাচনী মাঠে থাকবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন ভোটারা। তবে বিএনপির প্রার্থী আশা করছেন, মনোনয়ন প্রত্যাহারের আগেই এ ব্যাপারে সমঝোতা হয়ে যাবে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ভোটারদের মতে, জামায়াতের নিজস্ব ভোটব্যাংক রয়েছে। গত নির্বাচনে এ সিটিতে অধ্যাপক মান্নানের বিজয়ের পেছনে জামায়াতের ভোটের বিশেষ ভূমিকা ছিল। তারা দিন-রাত মাঠে শ্রম দেওয়ায় বিজয় সহজ হয়েছিল। এবার মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মো. সানাউল্লাহ মিয়া মহানগর উন্নয়ন ফোরামের ব্যানারে কর্মী বাহিনী নিয়ে মাঠে নেমেছেন। ইতোমধ্যে মেয়রপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে না গেলে এবং জামায়াত সমর্থিত ভোট তার বাক্সে পড়লে বেকায়দায় পড়তে পারেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সানাউল্লাহ মিয়া বলেন, ‘জাতীয়ভাবে জোট হলেও স্থানীয় নির্বাচনের অনেক স্থানেই জামায়াত প্রার্থী পৃথকভাবে নির্বাচন করেছেন। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আমাদের প্রায় ৫০ হাজার নেতাকর্মী-সমর্থক রয়েছেন।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনের প্রার্থিতা নিয়ে ২০ দলীয় জোটে আলোচনা চলছে। আশা করছি, জোট আমাকেই সমর্থন দেবে।’

এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (দফতর) ডা. মাজহারুল আলম জানান, জামায়াতের প্রার্থিতা নিয়ে ২০ দলীয় জোটে আলোচনা চলছে। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আশা করছি, এরই মধ্যে সমাধান হয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist