নিজস্ব প্রতিবেদক

  ১৮ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কার

নারী আইনজীবীকে হুমকি : থানায় জিডি

কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেওয়ায় হুমকি পেয়েছেন একজন তরুণ নারী আইনজীবী। এ ঘটনায় ৮ থেকে ১০ জন যুবকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে তিনি রমনা থানায় একটি আবেদন করেছেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাস করা ওই তরুণী এখন জজকোর্টে আইন পেশায় নিয়োজিত। তিনি জানান, কোটা সংস্কারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নামেন। গত ১২ এপ্রিল তিনি তার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের সঙ্গে ক্যাম্পাসে গিয়েছিলেন। হঠাৎ ৮ থেকে ১০ জন ছাত্র তার সামনে এসে দাঁড়ান। তারা ওই বড় ভাইকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর দুইজন গিয়ে ওই নারীর পাশে বসেন। তার কাছ থেকে জানতে চান, তিনি কেন কোটা সংস্কারের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। তিনি সাবেক হয়ে যাওয়ার পরও কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, সেটাও জানতে চান তারা। ফেসবুকের লেখা মুছে না ফেললে দেখে নেওয়ার হুমকি দেয় ওই যুবকরা।

ঘটনাস্থল থেকে এসে তিনি ফেসবুকে তার অভিজ্ঞতার কথা লেখেন। এরপর ফেসবুকের মেসেঞ্জারে তাকে শাসাতে শুরু করেন অভিযুক্তরা। পরে ১৪ এপ্রিল নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ওই নারী আইনজীবী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবু তাদের কেউ কেউ এখনো তাকে হুমকি দিচ্ছেন বলে জানান তিনি।

ঘটনাটি তদন্ত করছেন রমনা থানার উপপরিদর্শক মোহাম্মদ জুলফিকার আলী। তিনি বলেন, ঘটনার তদন্ত এখনো শুরু করতে পারেননি। শিগগিরই কাজ শুরু করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist