চট্টগ্রাম ব্যুরো

  ১৭ এপ্রিল, ২০১৮

চট্টগ্রামে দুর্নীতির মামলায় বন্দর কর্মকর্তা গ্রেফতার

পাঁচ বছর আগে দায়ের করা দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে বন্দর ভবনের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সন্দীপন চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপপ্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, চট্টগ্রাম বন্দরের এভিয়ার এবং কার্গো চার্জারসহ বিভিন্ন মালামাল কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে ২০১১ সালে। এ ঘটনার অনুসন্ধান শেষে ২০১৩ সালে বন্দর থানায় দুইটি মামলা হয়েছিল। দুর্নীতির সেসব মামলায় সন্দীপন চৌধুরীকে আসামি করা হয়।

তিনি বলেন, দুদক ঢাকা কার্যালয়ের অনুমোদন পেয়ে বন্দর কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে গ্রেফতার করেছি আমরা। দুর্নীতির দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist