ফরিদপুর প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৮

ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

৭ পুলিশসহ আহত অর্ধশতাধিক

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্টপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন পুলিশসহ আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। গতকাল সোমবার দুই পক্ষের এ হামলা-পাল্টাহামলায় কৃষ্টপুর বাজারের ৪০টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর সমর্থক তিতাসের সঙ্গে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থক বিল্লাল চেয়ারম্যানের বিরোধ চলছিল। গত কয়েক দিন ধরে কৃষ্টপুর বাজারের ইজারা নিয়ে এ দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার সকাল ৬টার দিকে দুই গ্রুপ কৃষ্টপুর বাজারে জমায়েত হয়ে একে ওপরের ওপর হামলা চালায়। হামলায় তিতাসের সমর্থক হিসেবে পরিচিত মান্নান সিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় পাল্টাপাল্টি হামলায় বাজারের কমপক্ষে ৪০টি দোকান ও কয়েকটি বাড়ি ভাংচুর এবং ব্যাপক লুটপাট চালানো হয়। সংঘর্ষ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে সদরপুর থানা ও পুলিশ লাইনের সাতজন পুলিশ আহত হয়। এ সময় পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে ১৪৪ ধারা জারি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ভোর থেকে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist