নিজস্ব প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০১৮

হাত হারানো রাজীবের খুলি ফেটে গেছে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন দুই বাসের চাপায় তার ডান হাত হারানোর বিষয়টি এখনো বুঝতে পারছেন না। গতকাল শুক্রবার চিকিৎসকরা জানিয়েছেন, রাজীবের মাথার খুলিতে ফাটল ধরেছে। চোখের পেছনে মস্তিষ্কে পানি ও রক্ত জমেছে। তবে এখনই তার মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন না থাকলেও হাতের ক্ষতে আরো কয়েকটি সার্জারি করতে হবে। রাজীব হোসেনের পরিবারের সদস্যরা বলেছেন, গত বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ রাজীবকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। নাম ধরে ডাকার পর রাজীব চোখ বন্ধ করে সাড়া দিয়েছে জানিয়ে ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘তাকে বলেছি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, প্রধানমন্ত্রী তোমার পাশে আছেন। রাজীবের চিকিৎসায় মেডিক্যাল কর্তৃপক্ষ ও সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’ এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও রাজীবকে হাসপাতালে দেখে এসে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন। আর হাইকোর্ট বিআরটিসি ও স্বজন পরিবহনকে রাজীবের চিকিৎসার ব্যয় বহনের পাশাপাশি কৃত্রিম হাত সংযোজনের খরচ দিতে নির্দেশ দিয়েছেন।

রাজীবের খালা খাদিজা বেগম লিপি গতকাল বলেন, ‘রাজীব এখনো বুঝতে পারছে না যে ওর একটা হাত নেই। ও হাসপাতালে আছে নাকি বাসায়, সেটাও বুঝতে পারছে না।’

রাজীবের চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে আলোচনায় বসেন চিকিৎসকরা। পরে শামসুজ্জামান শাহীন বলেন, ‘সেরা চিকিৎসকদের নিয়ে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। রাজীবের সিটিস্ক্যান করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, তার মাথার খুলিতে ফাটল ধরেছে। চোখের পেছনে মস্তিষ্কে পানি ও রক্ত জমেছে। এজন্য ওষুধ দেওয়া হয়েছে। যদি তাতে না সারে, তাহলে অপারেশন করতে হবে।’

গত ৩ এপ্রিল রাজধানীতে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান রাজীব। দুই বাসের চাপায় তার ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পটুয়াখালীর বাউফল উপজেলার বাঁশবাড়ি গ্রামের রাজীব তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা এবং অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। ঢাকার মতিঝিলে খালার বাসায় থেকে এসএসসি ও এইচএসসি পাস করে তিনি ভর্তি হন তিতুমীর কলেজে। বাসে করে কলেজে যাওয়ার পথে গত মঙ্গলবার দুপুরে সার্ক ফোয়ারার কাছে দুর্ঘটনায় পড়ার পর রাজীবকে প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখা হয়েছে তাকে।

তার খালা খাদিজা বেগম বলেন, ‘ওকে যখন রাজীব বলে ডাক দেই, ও শুধু হ্যাঁ বলে, আর কোনো কথা বলে না।’ রাজীবের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক শামসুজ্জামান বলেন, ‘রাজীবের মাথার সামনে ও পেছনের হাড় ভেঙে গেছে, ব্রেইনের সামনের দিকেও আঘাত পেয়েছে।’ আপাতত মাথার সার্জারি লাগবে না জানিয়ে তিনি বলেন, ‘হাতের আঘাতের জায়গায় আরো কয়েকটা সার্জারি করতে হবে।’

খাদিজা বেগম জানান, তিতুমীর কলেজে স্নাতকে ভর্তি হওয়ার পর রাজীব যাত্রাবাড়ীতে একটি মেসে থেকে পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের দোকানে কাজ নিয়েছিলেন। কম্পিউটারের দোকানে কাজ করে রাজীব নিজের পড়াশোনা আর ছোট দুই ভাইয়ের খরচ চালাত। রাজীবের ছোট দুই ভাই যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ে বলে জানান খাদিজা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist