নিজস্ব প্রতিবেদক

  ১৯ মার্চ, ২০১৮

আইজি প্রিজন জানালেন

মৃত্যুপথযাত্রী দেড় হাজার কারাবন্দি

নানা রোগে আক্রান্ত ও বছরের পর বছর সাজা ভোগের কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এক হাজার ৫৮৮ কারাবন্দি। কারাবিধি অনুযায়ী, চিকিৎসার ব্যবস্থা থাকলেও তারা বছরের অধিকাংশ সময়ই অসুস্থ থাকছেন। অনেক বন্দির আবার দেখা দিয়েছে বার্ধক্যজনিত নানা সমস্যা। কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বন্দির সংখ্যা বেশি হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় সঠিক সেবা দেওয়া সম্ভব হয় না।

কারা সপ্তাহ-২০১৮ উদ্যাপন উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় কারা অধিদফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার। তিনি আরো জানান, দেশের ৬৮টি কারাগারে মোট বন্দি ধারণক্ষমতা রয়েছে ৩৬ হাজার ৬১৪ জন। কিন্তু ১৫ মার্চ পর্যন্ত বন্দি আছে ৭৭ হাজার ১২৪ জন। নারী বন্দি ধারণক্ষমতা এক হাজার ৬৭৪ জন। সেখানে নারী আছে দুই হাজার ৭৪৮ জন। পুরুষ ধারণ ক্ষমতা ৩৪ হাজার ৯৪০ জন। কিন্তু আছে ৭৪ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি ১৪ হাজার ৪৩ জন। জঙ্গি বন্দি রয়েছে ৫৭৭ জন। আর বন্দি মায়ের সঙ্গে থাকা শিশু আছে ২৯৬ জন। কারাগারে ৩৫ শতাংশ আসামি মাদকাসক্ত বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ইফতেখার উদ্দিন বলেন, ‘বন্দিদের সংশোধন করা একটি জটিল প্রক্রিয়া। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, বন্দিদের সংশোধনে তিনটি কাজ করা হয়। প্রথমত, শৃঙ্খলা, দ্বিতীয়ত, চারিত্রিক সংশোধন ও তৃতীয়ত, বন্দিদের জীবিকা নির্বাহের দক্ষতা বাড়ানো ও তাদের আত্মবিশ্বাসী করে তোলা।’ তিনি বলেন, ‘জনবলের স্বল্পতার কারণে আমরা কেবল তিন নম্বর কাজটা করতে পারছি। আর বাকি দুটি পারছি না।’ তবে জেলকোড আইন সংশোধন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ব্রিটিশ আমলের জেল কোড সংশোধন করে নতুন জেল কোড আইন প্রণয়নের কাজ শুরু হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist