নিজস্ব প্রতিবেদক

  ১৩ মার্চ, ২০১৮

কারাগারে অসুস্থ ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছেন তেজগাঁও থানা ছাত্রদলের নেতা জাকির হোসেন মিলন (৩৮)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে পুলিশ ফাঁড়ির এএসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, সকালে জাকির কারাগারে বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। এদিকে ‘রিমান্ডে’ নির্মম নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ায় জাকিরের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

গত ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি থেকে সাদা পোশাকের পুলিশ জাকিরকে আটক করে। তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে শাহবাগ থানায় তিন দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। গত রোববার রিমান্ড শেষে জাকিরকে পুলিশ আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জাকিরের চাচা অলিউল্লাহ বলেন, পুলিশি নির্যাতনে জাকিরের মৃত্যু হয়েছে। তেজগাঁও কলেজের ছাত্র জাকির হোসেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ছিলেন।

তার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুরে। গাজীপুরের টঙ্গীর মাজুখানে থাকেন তিনি। দুই কন্যাসন্তানের জনক জাকির। চার ভাই বোনের মধ্যে সে জ্যেষ্ঠ।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এক যৌথ বিবৃতিতে ‘রিমান্ডে পুলিশি নিমর্ম নির্যাতনে’ গুরুতর অসুস্থ হয়ে কারাগারে গেলে জাকির হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। জাকির হোসেনকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের গ্রেফতার দাবি করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist