কুমিল্লা প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৮

দাউদকান্দিতে কাদের

বিএনপি পুরনো ভুল করলে প্রতিহত করবে জনগণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষার আন্দোলনে জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি আগুন-বোমা সন্ত্রাস চালিয়েছিল। ২০১৪ সালের মতো নীলনকশা থাকলে বিরত হোন। পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ তা প্রতিহত করবে। জনগণ অনেক সচেতন, সজাগ।’ গতকাল রোববার কুমিল্লার দাউদকান্দিতে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের গোমতী সেতুর সুপারস্ট্রাকচার কাজ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনের আসা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটা তাদের সিদ্ধান্ত। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। গত নির্বাচনে বিএনপি আসেনি। আগামী নির্বাচনেও না এসে তার পুনরাবৃত্তি ঘটাবে না বলে আশা করি। নির্বাচনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিবাদ ও প্রতিরোধ করবে।’

সেতুমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘বিএনপি নেতারা বেসামাল। তাদের পায়ের তলায় শক্তি নেই। নয় বছরের ব্যর্থ আন্দোলনের পর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার গ্রেফতারের পরও বিএনপি নেতাদের আন্দোলনে জনগণের সাড়া নেই। তাদের গণতন্ত্র রক্ষা আন্দোলনে গণতন্ত্রের কোনো সুবিধাও নেই, অসুবিধাও নেই। দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। গণতন্ত্রের কাজ হচ্ছে তার নিয়ম অনুসারে সঠিক সময়ে নির্বাচন দেওয়া। সে মোতাবেক আগামী নির্বাচনকে ঘিরে দ্রুত কাজ চলছে। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না।’

নির্মাণাধীন তিন সেতুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের ছয় মাস আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি সেতুর নির্মাণকাজ সমাপ্ত হবে। এতে জনদুর্ভোগ কমবে। সময় সাশ্রয় হবে।’ এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ উল্লাহ সুমন, পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও নির্মাণ প্রকল্পের কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist