চট্টগ্রাম ব্যুরো

  ০৬ মার্চ, ২০১৮

চাঁদাবাজির প্রতিবাদ

মালিক-শ্রমিকদের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের অফডক বেসরকারি মালিকানাধীন ১৮টি কনটেইনার ডিপোতে কাজ বন্ধ রেখেছেন ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইমমুভার মালিক-শ্রমিকরা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। গতকাল সোমবার সকাল থেকে মালামাল পরিবহন বন্ধ করে তারা বিক্ষোভ সমাবেশ করেন। পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, অফডক মালিকরা অন্যায়ভাবে এক হাজার টাকা করে তাদের কাছ থেকে আদায় করছেন। কোনো ধরনের আলোচনা ছাড়া টাকা আদায় করায় সোমবার সকাল থেকে অফডকে গাড়ি প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, চট্টগ্রাম প্রাইমমুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ও কন্টেক্টার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নসহ অন্তত ১৫টি শ্রমিক সংঠন এ আন্দোলনে যোগ দেয়। আন্দোলনকারীরা বলছেন, গত ১ মার্চ থেকে বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে লোড-আনলোডের জন্য ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইমমুভার প্রবেশের সময় গেট পাস ও পার্কিং বাবদ ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা সোমবার সকাল থেকে ডিপোতে মালামাল আনা-নেওয়া বন্ধ রেখেছেন। তবে অফডক মালিকরা বলছেন, পার্কিং ও গেট ফি ৫০ করে ১০০ টাকা আদায় করা হচ্ছে। এর বাইরে অন্য কোনো টাকা আদায় করা হয় না। এ ছাড়া পার্কিং ফি সব অফডকে নেওয়া হয় না। যাদের পার্কিং আছে তারাই নিচ্ছেন।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোটসর (বিকডা) সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার বলেন, ‘অফডক বন্ডেড এরিয়া। এখানে গাড়ি প্রবেশ করলে পাস দিতে হয়, রেজিন্টার মেন্টেইন করতে হয়। তাদের আমরা বিভিন্ন সুযোগ দিচ্ছি, তাই ৫০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া যাদের পার্কিং আছে, তারা ৫০ টাকা নিচ্ছেন। যাদের নেই, তারা কেবল গেট ফি নিচ্ছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist