নিজস্ব প্রতিবেদক

  ০২ মার্চ, ২০১৮

বাড়াবাড়ি হলে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কঠোর হস্তে তা দমন করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিয়ানমার সীমান্তে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি মিয়ানমার প্রসঙ্গে বলেন, ‘সীমান্তের নিরাপত্তায় বিজিবি সর্বদা প্রস্তুত। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের ভেতরে এসে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবে এটা অসম্ভব। আমাদের বিজিবি অত্যন্ত শক্তিশালী।’

মিয়ানমার সেনাবাহিনী তমব্রæ সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুল হক। এদিন বিকেলে বিজিবি সদর দফতর পিলখানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist