প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

মিয়ানমারে ৪ রোহিঙ্গার মৃত্যুদন্ড

পুলিশ চেকপোস্টে হামলার দায়ে চার রোহিঙ্গাকে মৃত্যদন্ড দিয়েছেন মিয়ানমারের এক আদালত। স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার দুপুরে রাখাইন রাজ্যের মংডু জেলার একটি বিশেষ আদালত এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের ৯ অক্টোবর এনগো খোরা পুলিশ চেকপোস্টে হামলা চালায় তারা। এতে নিহত হন দুই নিরাপত্তারক্ষী। একই মামলায় ১০ থেকে ২০ বছর করে, বিভিন্ন মেয়াদে আরো ২৬ রোহিঙ্গাকে কারাদন্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ থেকে খালাস পেয়েছেন ১৫ জন।

রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়ছেÑএমন অভিযোগ এনে ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযান চালানো হয়। এতে নিহত হয়েছে অসংখ্য রোহিঙ্গা আর বাস্তুচ্যুত হয়েছে ৯ লাখেরও বেশি মানুষ। গত বছর আগস্টের শেষ দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা দিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখেরও বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist