ঝিনাইদহ প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গরু চোর সন্দেহে ঝিনাইদহের এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার রাওতড়া গ্রামে গতকাল শুক্রবার ভোরের এ ঘটনায় নিহতের নাম কবির হোসেন (৩৭)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার আডুয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে কবির রাওতড়া গ্রামের লুৎফর রহমানের বাড়িতে প্রবেশ করে। এ সময় গরু চোর সন্দেহ করে লুৎফর রহমান চিকিৎকার দিলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না পুলিশ তা তদন্ত করে দেখছে।

নিহতের বড় ভাই মিরাজ হোসেন বলেন, ‘কবির চোর নয়, তিনি মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। তাকে বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তবে বৃহস্পতিবার তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন। রাতে মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামে গেলে ওই গ্রামের লুৎফর রহমান, মুক্তার হোসেন, রেজাউল ইসলাম, বাদশা হোসেন চোর অপবাদ দিয়ে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।’

ঝিনাইদহ পবহটি ইউনিয়নের চেয়ারম্যান নিহতের আত্মীয় মো. হিরণ বলেন, ‘দীর্ঘদিন ধরে কবির মানসিক রোগে ভুগছে। এলাকাবাসীর কাছে তিনি পাগল হিসেবে পরিচিত। এজন্য তার চিকিৎসা চলছিল। প্রতিবন্ধিতার কারণে প্রায়ই সে বাড়ি থেকে উধাও হয়ে যেত। মিথ্যা অপবাদ দিয়ে কবিরকে হত্যা করা হয়েছে, এজন্য তারা মামলা করে আইনের আশ্রয় নেবেন।’

জানা যায়, প্রতিবন্ধী কবির হোসেন ১৮ বছর ধরে মানসিক রোগে ভুগছেন। স¤প্রতি তার এই প্রতিবন্ধিতার জন্য তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তার বৃদ্ধা মা সালেহা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার পাগল ছেলেকে যারা মেরে ফেলল, আমি তাদের বিচার চাই।’ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন নিহতের মেজো ভাই হবিবর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist