নিজস্ব প্রতিবেদক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

মওদুদ-রিজভী যত বলবেন বিএনপির ভোট তত কমবে

কাদের

বিএনপি নেতা মওদুদ আহমদ ও রুহুল কবির রিজভী যত কথা বলবেন দলটির প্রতি জনসমর্থন তত কমবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে অশান্তি সৃষ্টির ক্ষেত্র তৈরি করছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, ‘মওদুদ আহমদ বলেন বেগম জিয়া জেলে থাকলে নাকি বিএনপির ১০ লাখ ভোট বাড়ে আর আওয়ামী লীগের ১০ লাখ ভোট কমবে। শেখ হাসিনা জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন, তার ধারেকাছে

যাওয়ার ক্ষমতা বিএনপির নেই। দেখুন, দুর্নীতিবাজদের পক্ষে বাংলাদেশের জনগণ যাবে না। শেখ হাসিনার জনপ্রিয়তার জন্য আওয়ামী লীগের প্রতিদিন ১০ লাখ করে ভোট বাড়ছে, আর দুর্নীতির জন্য বিএনপির ১০ লাখ ভোট কমছে। দুর্নীতিবাজদের পক্ষে দেশের লোক থাকে না।’

কাদের আরো বলেন, ‘মওদুদ আহমদ এবং রিজভী-এই দুইটা যত বেশি কথা বলবে বিএনপির ভোট তত বেশি কমবে। এজন্য আমরা বলি এরা অন্যায় করুক, অপরাধ করুক, যত বেশি বাজে কথা বলুক, এদেরকে গ্রেফতার করার দরকার নেই, এরা বাইরেই থাকুক। এরা বাইরে থাকলে আওয়ামী লীগের জন্য ভালো। এদের বাজে বাজে কথাগুলো জনগণ থেকে বিএনপিকে সরিয়ে দিচ্ছে। আর বিএনপির বড় বড় কথার জবাব দেব জনগণের শক্তি দিয়ে।’

তবে আওয়ামী লীগও সংকটমুক্ত নয় বলে মন্তব্য করে কাদের বলেন, ‘এখনো ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমাদের শক্তি হচ্ছে, দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা। তার সময়ে দেশের উন্নয়ন ও তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের জনগণ এতটাই খুশি যে বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে অশান্তির ক্ষেত্র সৃষ্টি করছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যে দল হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলা করেছে। তারা যখন বলে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি-এটা কি কারো বিশ্বাস হয়? এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে?’

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist