রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৮

অপহরণের ৫ দিনেও গৃহবধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রূপগঞ্জে অপহরণের পাঁচ দিন পরও সালমা খাতুন নামের গৃহবধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ৬ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার তারাব সুলতানবাগ এলাকা থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। অপহৃত সালমা খাতুন সুলতানবাগ এলাকার আবদুল হকের মেয়ে।

আবদুুল হক জানান, গত তিন বছর আগে তারাব পোড়াবাড়ি এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে তার মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সায়মন নামে এক সন্তান জন্ম হয়। মেয়ের জামাই শাহাদাত হোসেন স্থানীয় শবনম ভেজিটেবল ফেক্টরিতে চাকরি করেন। শাহাদাত হোসেনের সঙ্গে মাহাবুব নামের আরো একজন চাকরি করেন। চাকরি করার সুবাদে শাহাদাতের সঙ্গে মাহাবুবের সুসম্পর্ক গড়ে উঠে। সুসম্পর্কের কারণে শাহাদাত হোসেন বাড়িতে না থাকার সময়ে মাহাবুব বাড়িতে গিয়ে সালমা খাতুনকে কুপ্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখাত। এসবে রাজি না হওয়ায় সালমা খাতুনকে অপহরণসহ প্রাণনাশের হুমকি দিত মাহাবুব। সালমা খাতুন বিষয়টি শাহাদাত হোসেনকে অবহিত করেন। এরপর শাহাদাত হোসেন বিষয়টি নিয়ে জিজ্ঞাস করলে মাহাবুব ক্ষিপ্ত হয়ে উঠে। এ ধরনের হুমকি-ধমকির পর জামাই শাহাদাত হোসেন সালমা খাতুনকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। গত ৬ জানুয়ারি শনিবার বিকেলে সালমা খাতুন বাপের বাড়ির উঠানে ঘুরাফেরা করছিল। এ সময় মাহাবুবসহ অজ্ঞাত ৩-৪ জন দুর্বৃত্ত এসে সালমা খাতুনকে অপহরণ করে। এ ঘটনায় আবদুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পাঁচ দিন পার হয়ে গেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। সালমা খাতুনকে উদ্ধারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist