নিজস্ব প্রতিবেদক

  ০৭ জানুয়ারি, ২০১৮

জঙ্গি ও মাদক নির্মূল করতে পারিনি : আইজিপি

জঙ্গি ও মাদক কোনোটাই নির্মূল করতে পারিনি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘মাদক নির্মূল করতে পারিনি, জঙ্গিও নির্মূল করতে পারিনি। কারণ দুটোই আসক্তি, তবে নিয়ন্ত্রণে রয়েছে।’ গতকাল শনিবার বেলা দেড়টায় পুলিশ সদর দফতরে অত্যাধুনিক মিডিয়া সেন্টারের উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি।

জঙ্গিবাদের ব্যাপারে তিনি বলেন, ‘জঙ্গিবাদ একটি আসক্তি। তারা জান্নাতের স্বপ্ন দেখে আসক্ত হয়ে যায়।’ শহীদুল হক বলেন, ‘প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসছে। সমুদ্রে সীমান্তের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ কিলোমিটার। হাজার হাজার মৎস্যজীবী নৌকায় করে প্রতিদিন আসেন। মাছের পেটে করে, সবজির মধ্য দিয়ে ইয়াবা নিয়ে আসেন। এটা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। তারপরও যথেষ্ট কাজ হচ্ছে। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশ অবস্থান জিরো টলারেন্স।’ গত এক বছরে দুই লাখ ৫৪ হাজার ২৫৭টি মাদক মামলা হয়েছে। কয়েকজন ব্যবসায়ী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’ মাদক প্রতিরোধে সমাজ ও পরিবারে সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও জানান আইজিপি।

পুলিশ পদকের বিষয়ে আইজিপি বলেন, ‘পদক দেওয়ার ক্ষেত্রে পুলিশ সদর দফতরের একটি হাই-লেভেল কমিটি রয়েছে। তারা মূল্যায়ন করে থাকে। গত বছর সারা দেশে ৩৫টি জঙ্গি আভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাদের কাজের মূল্যায়ন করা হয়েছে। তাদের কাজের মূল্যায়ন না করা হলে, তারা কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist