কুমিল্লা প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৮

ছাত্রলীগের সংঘর্ষে কুমিল্লা মেডিক্যাল সাময়িক বন্ধ

আধিপত্য নিয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল। শিক্ষার্থীদের গতকাল শুক্রবার বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ঘোষণার পরপরই শিক্ষার্থীরা হল ত্যাগ করা শুরু করেন। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, ‘নবীনবরণ অনুষ্ঠান নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে সবাইকে হল ছেড়ে যেতে হবে।’ ক্যাম্পাসে গিয়ে বেলা ১১টার দিকেই পুলিশের উপস্থিতে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিতে দেখা যায়।

জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া আরো বলেন, ‘হলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে সংঘর্ষের পুরো ঘটনাই পাওয়া গেছে। ঘটনা কারা ঘটিয়েছে, তা ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাতের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে জানিয়ে উপাধ্যক্ষ জাহাঙ্গীর বলেন, ‘তাদের মধ্যে পঞ্চম বর্ষের তৌফিকুল ইসলাম ও ইরফানুল হকের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যদের মধ্যে ফয়সাল আমিন, মনির হোসেন, ইফতেখার, পিয়াল, তানিম নূর, পারভেজ, সগির ও আশিষ দাসকে কুমিল্লায় ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ জাহাঙ্গীর।

গত বৃহস্পতিবার রাত আড়াইটায় মেডিক্যাল কলেজের শেখ রাসেল হলে সংঘর্ষের ঘটনা ঘটে। সভায় ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist