চাকরি ডেস্ক

  ২৪ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ নৌবাহিনীতে ১৪৯ পদে নিয়োগ

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। ৩০ পদে ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটিতে। পদগুলোতে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌবাহিনী। যারা প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে সরাসরি দেশসেবায় অংশ নিতে চান, তারা আবেদন করতে পারেন এসব পদে।

কোন পদে কত নিয়োগ : নৌবাহিনীতে ধর্মীয় শিক্ষক, ক্যামেরাম্যান, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, সহকারী এক্সামিনার, ক্যাশিয়ার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ক্রেন ড্রাইভার (ক্লাস-১), ফর্ক লিফট ড্রাইভার, লিডিং ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, টেলিফোন অপারেটর, মুয়াজ্জিন, কম্পোজিটর, ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২), ক্রেন ড্রাইভার (ক্লাস-২), মিডওয়াইফ, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, আয়া, এমটি ক্লিনার, ফায়ারম্যান, অফিস সহায়ক, ওয়ার্ডবয়, গার্ডেনার, অদক্ষ শ্রমিক, মেশিনম্যান সহকারী, খাকরব।

যোগ্যতা : প্রতিটি পদের বিপরীতে আলাদা আলাদা শর্ত ও যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নৌবাহিনীর ওয়েবসাইটে।

যারা আবেদন করতে পারবেন : ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীরা বিজ্ঞপ্তিতে প্রকাশিত ক্রমিক নম্বর ১ থেকে ২১ পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীরা বিজ্ঞপ্তিতে প্রকাশিত ক্রমিক নম্বর ২২ থেকে ৩০ পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে ‘পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদফতর, নৌবাহিনী সদর দফতর, বনানী, ঢাকা-১২১৩’ এই ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা : এরই মধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আগামী ১৮ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist