চাকরি ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি

* বাংলাদেশ রেলওয়ে

পদ ও যোগ্যতা : সহকারী স্টেশন মাস্টার, ৩০টি। স্নাতক।

বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৮ সেপ্টেম্বর।

যোগাযোগ : চিফ পার্সোনাল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।

সূত্র : সমকাল

* স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী, সিভিল, ৫৩টি। ইলেকট্রিক্যাল, ১টি। প্রকৌশলে স্নাতক।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, সিভিল, ২৫১টি।

পুর প্রকৌশলে ডিপ্লোমা।

বেতন : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২ অক্টোবর।

যোগাযোগ : উপসচিব, স্থানীয় সরকার বিভাগ, পৌর শাখা-১। সূত্র : ইত্তেফাক

* তথ্য মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৯টি। স্নাতক বা সমমান। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি। এইচএসসি বা সমমান। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ৪টি। এসএসসি বা সমমান।

বেতনক্রম : ৮২৫০-২০০১০।

আবেদনের শেষ তারিখ : ১০ অক্টোবর।

যোগাযোগ : সচিব, তথ্য মন্ত্রণালয়, ভবন ৪, ৯ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সূত্র : ইত্তেফাক

* বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : লস্কর, ৫টি। ডিইপিটিসি থেকে ১ বছর মেয়াদি কোর্স পাস অথবা অষ্টম শ্রেণি ও সুস্বাস্থ্য।

বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৮ সেপ্টেম্বর।

যোগাযোগ : সচিব, বিআইডাব্লিউটিএ, ১৪১-১৪৩, মতিঝিল বা/এ (ষষ্ঠ তলা), ঢাকা-১০০০।

ওয়েব : www.biwta.gov.bd.job

সূত্র : জনকণ্ঠ

* মেঘনা পেট্রোলিয়াম

পদ ও যোগ্যতা : সিনিয়র অপারেশন অফিসার/ইঞ্জিনিয়ার, ২টি। সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রাসায়ন)/ এমবিএ অথবা মেকানিক্যাল/সিভিল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পেট্রোলিয়ামে বিএসসি ইঞ্জিনিয়ারিং। ন্যূনতম ১টি প্রথম শ্রেণি বা সমমান। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়। সিনিয়র অ্যাকাউন্টস অফিসার/সিনিয়র ফিন্যান্স অফিসার, ১টি। সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএম অথবা সিএ কোর্স সম্পন্নসহ স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ নলেজ লেভেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাস। কমপক্ষে ১টি প্রথম শ্রেণি বা সমমান।

বেতনক্রম : ২৯০০০-৫৭৫১০ টাকা।

পদ ও যোগ্যতা : সেলস অফিসার, ৩টি। সম্মানসহ এমকম/এমএসএস/এমএসসি/এমবিএ/এমবিএম/এমএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান। অপারেশন অফিসার/ইঞ্জিনিয়ার, ৪টি। সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/সিভিল/ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/ পেট্রোলিয়াম)। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়। অ্যাকাউন্টস অফিসার/ফিন্যান্স অফিসার, ২টি। সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএম অথবা সিএ কোর্স সম্পন্নসহ স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ নলেজ লেভেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাস।

বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা।

পদ ও যোগ্যতা : জুনিয়র অপারেশন্স অফিসার/ইঞ্জিনিয়ার, ২টি। সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস/পেট্রোলিয়াম)। কমপক্ষে ১টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১০ অক্টোবর ।

যোগাযোগ : জেনারেল ম্যানেজার (এইচআর), মেঘনা পেট্রোলিয়াম, ৫৮-৫৯, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম।

ওয়েব :www.mpl.gov.bd

সূত্র : কালের কণ্ঠ

* জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : প্রভাষক, চারুকলা, ৭টি। বাংলা, ৪টি। আন্তর্জাতিক সম্পর্ক, ৪টি। পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিকস, ৩টি। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১টি। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ২টি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমান। চারুকলা বিভাগে শুধু চিত্রকলা, কারুকলা, শিল্পকলার ইতিহাস, গ্রাফিকস ডিজাইন ও ফ্যাশন ডিজাইন বিষয়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক, ১টি। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ১টি। এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ বা সমমান। কমপক্ষে ৪ বছরের শিক্ষাদান/পেশাগত অভিজ্ঞতা। এর মধ্যে ডিগ্রি, স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ে প্রভাষক হিসেবে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা/স্বীকৃত উচ্চমানের প্রকাশনা। পিএইচডি অথবা সমমানের ডিগ্রি/বিদেশি পদ্ধতিতে সমমানের কৃতী প্রার্থীদের অধ্যাপক পদে সরাসরি নিয়োগের জন্য বিবেচনা করা হবে।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৯ সেপ্টেম্বর।

যোগাযোগ : রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। সূত্র : সমকাল

* চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী, সিভিল, ২টি। ইলেকট্রিক্যাল, ১টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল/ইলেকট্রিক্যাল) বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা। সহকারী নগর পরিকল্পনাবিদ, ১টি। বিইউআরপি বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা।

বেতন : ৩৩৪০০ টাকা।

পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, সিভিল, ৪টি, ইলেকট্রিক্যাল, ২টি, মেকানিক্যাল, ১টি। সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

বেতন : ২৫৫০০ টাকা।

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক, ১টি। বাণিজ্যে স্নাতক।

বেতন : ২০২৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৮ সেপ্টেম্বর।

যোগাযোগ : সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চউক ভবন, চট্টগ্রাম।

সূত্র : ডেইলি স্টার

* গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ২টি। কমপক্ষে এসএসসি।

বেতনক্রম : ১৫৫০০-২৭৮৫০ টাকা।

পদ ও যোগ্যতা : ড্রাইভার, ১টি। এসএসসি। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১৬৬০০-২৯৯০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৪ সেপ্টেম্বর।

যোগাযোগ : জেনারেল ম্যানেজার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, সদর দফতর, রাজেন্দ্রপুর, গাজীপুর। সূত্র : সমকাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist