চাকরি ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৭

সমাজসেবা অধিদফতরে নিয়োগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরে ৩০টি পদে তিন শতাধিক লোক নেওয়া হবে।

পদসমূহ : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) পদে ৭ জন।

কম্পিউটার অপারেটর (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) পদে ৭ জন।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী রাজস্ব) পদে ২০ জন।

নার্স (অস্থায়ী রাজস্ব) পদে ৫ জন, ডাটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী রাজস্ব) পদে ৮ জন।

প্রশিক্ষক (গার্মেন্টস, এমব্রয়ডারি, টেইলারিং, উড নিটিং, জুট ওয়ার্কস, বাটিকস প্রিন্টিং, বিউটিফিকেশন, ক্রিস্টাল ওয়ার্কস) পদে ২ জন।

প্রশিক্ষক (উড ওয়ার্কস এবং উড কারভিং) পদে ২ জন।

প্রশিক্ষক (অ্যানিমেল হাসব্রেন্ডি পোলট্রি) পদে ১ জন।

প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক) পদে ২ জন।

কেয়ারটেকার (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন।

কারিগরি শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন।

শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন।

হিয়ারিং এইড টেকনিশিয়ান (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী রাজস্ব) পদে ১০ জন।

শিক্ষক (স্থায়ী রাজস্ব) পদে ৬ জন, সহকারী শিক্ষক (রাজস্ব) পদে ১ জন।

ধর্মীয় শিক্ষক (স্থায়ী রাজস্ব) পদে ১ জন।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) পদে ১ জন।

গাড়িচালক (স্থায়ী রাজস্ব) পদে ২ জন।

ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার (স্থায়ী রাজস্ব) পদে ১ জন।

কারিগরি শিক্ষক (উপজেলা) পদে ১৭৮ জন, অ্যাটেনডেন্ট (স্থায়ী রাজস্ব) পদে ৪ জন।

বই বাঁধাইকারী (স্থায়ী রাজস্ব) পদে ১ জন।

বার্তাবাহক (স্থায়ী রাজস্ব) পদে ১০ জন।

বাবুর্চি (স্থায়ী রাজস্ব) পদে ৭ জন।

সহকারী বাবুর্চি (স্থায়ী রাজস্ব) পদে ১ জন।

মালি (স্থায়ী রাজস্ব) পদে ১ জন।

নিরাপত্তা প্রহরী (স্থায়ী রাজস্ব) পদে ১৮ জন।

পরিচ্ছন্নতাকর্মী (স্থায়ী রাজস্ব) পদে ২ জনকে নিয়োগ করা হবে।

কারিগরি শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে সব কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অন্যান্য পদে শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। পদগুলোতে ইতোমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এসব পদে আবেদনের জন্য পদভেদে শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার বিস্তারিত প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আগ্রহীদের http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের ইউজার আইডি প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এসব পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা পদভেদে ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৬ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist