ক্যারিয়ার ডেস্ক

  ১৫ জুলাই, ২০১৭

বিপিআইতে বৈজ্ঞানিক কমকর্তা পদে নিয়োগ

বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) বৈজ্ঞানিক কর্মকর্তা পদে লোক নিয়োগ দেবে। পদের সংখ্যা : ৬। বয়স : ৩০ বছর।

যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি বা ভূ-তত্ত্ব বা ভূ-পদার্থবিদ্যায় অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) অথবা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের ঠিকানা : আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে মহাপরিচালক, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), সেক্টর ৮, প্লট ৫ এ, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে/সরাসরি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি ৫-৫ সে.মি. সাইজের রঙিন ছবি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের অনুকূলে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমের নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ : ২৭ জুলাই

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist