ক্যারিয়ার ডেস্ক

  ২০ মে, ২০১৭

বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ

৩০ পদে ১১৫ লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ টেলিভিশন। স্থায়ী শূন্য পদে এসব নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ডাকযোগে আবেদন করা যাবে ১২ জুন পর্যন্ত। পাওয়া যাবে বাংলাদেশ টেলিভিশনের http://www.btv.gov.bd/site/notices/1ca202a3-276c-4875-af52-e642898cdd0d ওয়েবলিংকেও।

পদ ও যোগ্যতা

বাদ্যযন্ত্রী নেবে ৯ জন। আবেদনের জন্য স্বীকৃত সংগীতপ্রতিষ্ঠান থেকে বাদ্যযন্ত্রে কমপক্ষে স্নাতক হতে হবে। প্রযোজনা সহযোগী বা সহকারী পদে ৯ জন, বিজ্ঞাপন সহকারী পদে দুজন, ওয়ার্ডরোব সহকারী পদে একজন, প্রপার্টি সহকারী পদে একজন, নিরাপত্তা পরিদর্শক পদে একজন ও লাইসেন্স পরিদর্শক পদে নেওয়া হবে পাঁচজন। স্নাতক হলেই আবেদন করা যাবে এসব পদে। টেলিভিশন টেকনিশিয়ান নেওয়া হবে আটজন। বিজ্ঞান বিভাগে এসএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এ পদে। থাকতে হবে দুই বছরের ফাইনাল ট্রেড কোর্স সনদসহ পাঁচ বছরের অভিজ্ঞতা। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন, ট্রান্সমিশন টাইপিস্ট পদে একজন ও সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে পাঁচজন। এইচএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এই

তিনটি পদে। তবে সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে সাঁটলিপিতে লেখার গতি থাকতে

হবে প্রতি মিনিটে বাংলা ৭০ শব্দ ও ইংরেজি ১০০ শব্দ। কম্পিউটার টাইপিংয়ের গতি হতে হবে কমপক্ষে বাংলা ২৫ শব্দ ও

ইংরেজি ৩০ শব্দ। আর অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও

ট্রান্সমিশন টাইপিস্ট পদের প্রার্থীদের কম্পিউটার টাইপিংয়ে গতি

থাকতে হবে বাংলা ও ইংরেজি উভয়

ক্ষেত্রে ২০ শব্দ।

হিসাব সহকারী নেওয়া হবে দুজন। বাণিজ্য বিভাগে স্নাতক হলেই আবেদন করা যাবে। টেলিপ্রিন্টার অপারেটর পদে দুজন, প্রজেক্টর অপারেটর পদে দুজন, ডেভেলপার পদে একজন এবং টেলিফোন অপারেটর পদে নেওয়া হবে তিনজন। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে এই চারটি পদে। তবে টেলিপ্রিন্টার অপারেটর ও টেলিফোন অপারেটর পদের প্রার্থীদের টিঅ্যান্ডটি বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে প্রজেক্টর অপারেটর ও ডেভেলপার পদে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকধারীরা আবেদন করতে পারবেন স্টোরকিপার পদে। পদ রয়েছে একটি। জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান বা টাওয়ার টেকনিশিয়ান পদ রয়েছে দুটি ও সহকারী মহিলা রূপকার পদ রয়েছে একটি। এ দুটি পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। গাড়িচালক পদে ছয়জন, মঞ্চ সহায়ক পদে একজন, অফিস সহায়ক পদে ১৫ জন, পরিচ্ছন্নতা কর্মী ছয়জন, নিরাপত্তা প্রহরী পাঁচজন ও মালি পদে নেওয়া হবে একজন। অষ্টম শ্রেণি পাস হলে আবেদন করা যাবে এই ছয়টি পদে। গাড়িচালক পদের প্রার্থীদের বৈধ লাইসেন্স থাকতে হবে। বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে। নেওয়া হবে পাঁচজন। লাইটিং সহকারী পদে চারজন, ইলেকট্রিশিয়ান পদে একজন, পাম্প অপারেটর পদে একজন এবং ইকুইপমেন্ট ক্লিনার পদে নেওয়া হবে চারজন। স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল সেন্টার থেকে ট্রেড কোর্স সনদ থাকলে আবেদন করা যাবে এসব পদে।

বয়সসীমা

১২ জুন ২০১৭ তারিখে সব পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে টেলিভিশন টেকনিশিয়ান, প্রজেক্টর অপারেটর, ডেভেলপার ও লাইটিং সহকারী পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

যেভাবে আবেদন করবেন

পরীক্ষা ফি বাবদ বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালানে টাকা জমা দিতে হবে। মঞ্চ সহায়ক, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী, ইকুইপমেন্ট ক্লিনার ও মালি পদের জন্য ৫০ টাকা এবং অন্য সব পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে। প্রার্থীকে জনপ্রসাশন মন্ত্রণালয় নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। ফরম পাওয়া যাবে বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের (www.mopa.gov.bd) ওয়েবসাইটে। আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করে ১২ জুনের মধ্যে ‘পরিচালক (প্রশাসন), বাংলাদেশ টেলিভিশন, সদর দফতর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯’

ঠিকানা বরাবর ডাকযোগে

পাঠাতে হবে।

পরীক্ষার ধরন

সাধারণ দুটি থেকে তিনটি ধাপে পরীক্ষা হয়ে থাকে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হতে পারে। সব পদে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। তবে টেকনিক্যাল পদগুলোর প্রার্থীদের অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। এই ব্যবহারিক পরীক্ষায় পদসংশ্লিষ্ট যে যোগ্যতা চাওয়া হয়েছে, সে বিষয়ে প্রার্থীর দক্ষতা যাচাই

করা হয়।

বেতনক্রম

২০১৫ সালের বেতনক্রম অনুযায়ী বাদ্যযন্ত্রী পদে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১৩০০-২৭৩০০ টাকা স্কেলে। প্রযোজনা সহকারী, টেলিভিশন টেকনিশিয়ান, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, বিজ্ঞাপন সহকারী, ওয়ার্ডরোব সহকারী, প্রপার্টি সহকারী পদে বেতনক্রম ১১০০০-২৬৫৯০ টাকা। লাইসেন্স পরিদর্শক, হিসাব সহকারী, টেলিপ্রিন্টার অপারেটর, প্রজেক্টর অপারেটর, নিরাপত্তা পরিদর্শক, ডেভেলপার, স্টোরকিপার পদে বেতনক্রম ১০২০০-২৪৬৮০ টাকা। জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান পদে বেতনক্রম ৯৭০০-২৩৭৯০ টাকা। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ক্যাশিয়ার, লাইটিং সহকারী, টেলিফোন অপারেটর, ট্রান্সমিশন টাইপিস্ট, সহকারী মহিলা রূপকার, পাম্প অপারেটর পদে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে বেতন পাবেন। মঞ্চ সহায়ক, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী, ইকুইপমেন্ট ক্লিনার এবং মালি পদে বেতনক্রম ৮২৫০-২০০১০ টাকা।

যোগাযোগ

বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর

রামপুরা, ঢাকা-১২১৯।

ওয়েব :www.btv.gov.bd

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist