চাকরি ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২০

নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুত সমিতির শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩টি পদে মোট ১৩৯ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

পদের নাম: সহকারি জেনারেল ম্যানেজার (অর্থ-রাজস্ব/অর্থ-হিসাব)

পদ সংখ্যা: ১৩টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ইন অ্যাকাউন্টিং/ফাইন্যান্স অথবা বিবিএ ডিগ্রি অথবা সিএ/সিএমএ (সার্টিফিকেট লেভেল) সহ বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

বেতন: ১ বছরের অন-প্রবেশন কালীন সময়ে বেতন ৪১,৮০০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধাদি। অন-প্রবেশন পরবর্তীতে চাকরি নিয়মিত হলে বেতন ৪৩,৫০০ টাকা।

পদের নাম: সহকারি জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ)

পদ সংখ্যা: ১৮টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ অথবা স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি।

বেতন: ১ বছরের অন-প্রবেশন কালীন সময়ে বেতন ৪১,৮০০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধাদি। অন-প্রবেশন পরবর্তীতে চাকরি নিয়মিত

হলে বেতন ৪৩,৫০০

টাকা।

পদের নাম: মিটার টেস্টার

পদ সংখ্যা: ১০৮টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ।

বেতন: ১ বছরের অন-প্রবেশন কালীন সময়ে বেতন ১৮,৩০০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধাদি। অন-প্রবেশন পরবর্তীতে চাকরি নিয়মিত হলে বেতন ১৯,০৬০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brebhr.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ৩ ফেব্রুয়ারি, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায়: http://brebhr.teletalk.com.bd/doc/Advertisement_BREBHR.pdf

সূত্র : রাইজিংবিডি ডটকম

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close