চাকরি ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ

* মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : অডিটর ১ জন। বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলসহ স্নাতক। কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

ক্যাটালগার ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা এইচএসসি বা সমমান পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে সনদ কোর্স পাস। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

অডিও ভিজ্যুয়াল অপারেটর ১ জন। এইচএসসিতে জিপিএ ৩ বা সমমান পেয়ে উত্তীর্ণ। কম্পিউটার চালনা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ফটোগ্রাফার (অডিও-ভিডিও) ১ জন। কম্পিউটার চালনা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

অফিস সহায়ক ৩ জন। এসএসসি বা

সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

পরিচ্ছন্নতাকর্মী ১ জন। জেএসসি বা সমমান। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ আগস্টে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://molwa.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, সচিবালয় সংযোগ সড়ক, ঢাকা।

ওয়েব : www.molwa .gov.bd

সূত্র : সমকাল

* বাণিজ্য মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : চেয়ারপারসন ১ জন। বাণিজ্য মন্ত্রণালয়সহ প্রশাসনের উচ্চ পদে ১৫ বছরের অভিজ্ঞতা।

সদস্য ২ জন। বাংলাদেশ ও আন্তর্জাতিক অর্থনীতি, বাজার, জনপ্রশাসন এবং ডব্লিউটিওর বিধিবিধান বিষয়ে বাস্তব জ্ঞানসহ ১৫ বছরের অভিজ্ঞতা। ২০ সেপ্টেম্বরে বয়স সর্বোচ্চ ৬২ বছর। আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

যোগাযোগ : বাণিজ্য মন্ত্রণালয়, প্রশাসন-৫ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

ওয়েব : www.mincom.gov.bd

সূত্র : সমকাল

* গুলশান কলেজ

সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বিভিন্ন বিষয়ে প্রভাষক নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করেছে গুলশান কলেজ।

পদের নাম: প্রভাষক (সৃষ্ট পদ)

পদ সংখ্যা : ৬টি (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি -২জন, সমাজকর্ম -২ জন, দর্শন -২ জন)

বেতন : কলেজ ফান্ড থেকে যাবতীয় বেতন ভাতাদি প্রদান করা হবে।

আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close