চাকরি ডেস্ক

  ২৩ আগস্ট, ২০১৯

বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ

* বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : প্যাথলজি বিভাগে লেকচারার ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে লেকচারার ২ জন। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সব পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি বিভাগে

সহকারী প্রফেসর ৭ জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ সব পরীক্ষায় প্রথম শ্রেণি। লেকচারার পদে বয়স সর্বোচ্চ ৩০ এবং সহকারী প্রফেসর পদে সর্বোচ্চ ৪০ বছর। সব পদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা জাতীয় বেতন স্কেল অনুসারে। আবেদন ২৯ আগস্ট পর্যন্ত।

যোগাযোগ : রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহ।

সূত্র : ডেইলি সান

* কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি স্থায়ী ভিত্তিতে ডাটা এন্ট্রি অপারেটর ও সহকারী ক্যাশিয়ার পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে। পদগুলো নারীদের জন্য সংরক্ষিত।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যা : ৩টি

বেতন স্কেল : ১৮,৩০০/-৩২,৭৪০/ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক /সমমান পাস। টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে শব্দের গতি যথাক্রমে ২০ ও ৩০ থাকতে হবে।

পদের নাম : সহকারী ক্যাশিয়ার

পদ সংখ্যা : ৪টি

বেতন স্কেল : ১৮,৩০০/-৩২,৭৪০/ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে শব্দের গতি যথাক্রমে ১০ ও ৩০ থাকতে হবে।

প্রার্থীকে ‘জেনারেল ম্যানেজার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মুকসেদপুর, কিশোরগঞ্জ’ বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা : ৫ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত।

সূত্র : বাংলানিউজ

* আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আনোয়ার সিমেন্ট শীট লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)’ হিসেবে নিয়োগ দেবে।

পদের নাম : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)। যোগ্যতা : যেকোনো স্বীকৃত পলিটেকনিক প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস

প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উক্ত পদের জন্য এক থেকে

দুই বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

ন্যূনতম ২৫ বছর থেকে অনূর্ধ্ব ৩২ বছর

বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন : বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া : প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ২৫ আগস্ট

২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close