চাকরি ডেস্ক

  ০৬ জুলাই, ২০১৯

নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ

বাংলাদেশ ডাক অধিদফতরের সহকারী নিয়ন্ত্রকের (স্ট্যাম্পস) কার্যালয়, ডাক ভবন, ঢাকা অফিস এবং পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার অধীনস্থ অফিসের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ সাতটি পদে মোট ১৮৩ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে

পারবেন।

পদের নাম

উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পোস্টাল অপারেটর, মেইল অপারেটর, ড্রাফটসম্যান, ড্রাইভার ও অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক

পদসংখ্যা

সাতটি পদে সর্বমোট ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক, মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে

হতে হবে।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী

উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা

মেইল অপারেটর, ড্রাফটসম্যান, পোস্টাল অপারেটর ও ড্রাইভার পদের বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন ৯৩০০-২২৪৯০ টাকা

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://pmgcc.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১৬ জুন, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ১৫ জুলাই, ২০১৯ বিকাল ৫টা।

সূত্র : বাংলাদেশ ডাক অধিদফতরের ওয়েবসাইট

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close