চাকরি ডেস্ক

  ১৮ মে, ২০১৯

রাজউকে ২৫ পদে ২১৯ নিয়োগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২৫ পদে ২১৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা এখানে চাকরির আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ

সহকারী প্রকৌশলী (সিভিল)। পদসংখ্যা : ১২। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদসংখ্যা : ৩। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা

সহকারী পরিচালক। পদসংখ্যা : ১২। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন)। পদসংখ্যা : ১২। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা

সহকারী অথরাইজড অফিসার। পদসংখ্যা : ১০। ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী নগরÑপরিকল্পনাবিদ। পদসংখ্যা : ১১। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী স্থপতি। পদসংখ্যা : ১। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা

সহকারী আইন কর্মকর্তা। পদসংখ্যা : ২। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।

উপসহকারী প্রকৌশলী (সিভিল)। পদসংখ্যা : ১০। বেতন স্কেল : ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।

উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদসংখ্যা : ৩। বেতন স্কেল : ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

প্রধান ইমারত পরিদর্শক। পদসংখ্যা : ১২। বেতন স্কেল : ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

হিসাবরক্ষক। পদসংখ্যা : ১। বেতন স্কেল : ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ টাকা।

তত্ত্বাবধায়ক। পদসংখ্যা : ৪। বেতন স্কেল : ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

এস্টেট পরিদর্শক। পদসংখ্যা : ৩। বেতন স্কেল : ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

কানুনগো। পদসংখ্যা : ১। বেতন স্কেল : ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ইমারত পরিদর্শক। পদসংখ্যা : ৫৯। বেতন স্কেল : ১৬ হাজার ০০০-৩৮ হাজার ৬৪০ টাকা।

নথিরক্ষক কর্মকর্তা। পদসংখ্যা : ৬। বেতন স্কেল : ১৬ হাজার ০০০-৩৮ হাজার ৬৪০ টাকা।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা : ৩। বেতন স্কেল : ১১ হাজার-২৬ হাজার ৫৯০ টাকা।

নিরীক্ষক। পদসংখ্যা : ১। বেতন স্কেল : ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।

উচ্চমান সহকারী। পদসংখ্যা : ৯। বেতন স্কেল : ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা : ১২। বেতন স্কেল : ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা

ফটোগ্রাফার। পদসংখ্যা : ১। বেতন স্কেল : ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।

সার্ভেয়ার। পদসংখ্যা : ৩৭। বেতন স্কেল : ৯ হাজার ৭০০-২৩ হাজার ৪৯০ টাকা।

অপারেটর। পদসংখ্যা : ৩। বেতন স্কেল : ৯ হাজার ৭০০-২৩ হাজার ৪৯০ টাকা।

লিফটম্যান। পদসংখ্যা : ২। বেতন স্কেল : ৯ হাজার-২১ হাজার ৮০০ টাকা।

বয়স : ৯ মে প্রার্থীর বয়স ৩০ বছর হতে হবে। কোটা থাকলে ৩২ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close