চাকরি ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ

* পরিবেশ অধিদফতর

পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ৭টি। এইচএসসি বা সমমান। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : গবেষণাগার সহকারী, ৫টি। বিজ্ঞানে এইচএসসি বা সমমান।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি। এইচএসসি বা সমমান। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। নমুনা সংগ্রহকারী, ৮টি। বিজ্ঞানে এইচএসসি বা সমমান। স্টোরকিপার, ৪টি। বাণিজ্যে এইচএসসি।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, ১৯টি। বিজ্ঞানে এসএসসি বা সমমান। অফিস সহায়ক, ১৬টি। অষ্টম শ্রেণি।

বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৪ ফেব্রুয়ারি।

ওয়েব : www.doe.gov.bd

সূত্র : ইত্তেফাক, ২২ জানুয়ারি

* পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

পদ ও যোগ্যতা : জনসংযোগ কর্মকর্তা, ১টি। আইন, ব্যবস্থাপনা, লোকপ্রশাসন বা সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর। গবেষণা কর্মকর্তা, ১টি। অর্থনীতি বা পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, সিভিল, ১টি। ইস্টিমেটর, ১টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী গবেষণা কর্মকর্তা, ১টি। অর্থনীতি বা পরিসংখ্যানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতক।

বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রধান সহকারী, ১টি। দ্বিতীয় শ্রেণির স্নাতক।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : কার্য সহকারী, ১টি। এইচএসসি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪টি। এইচএসসি বা সমমান। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি।

যোগাযোগ : সদস্য প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি।

ওয়েব : www.chtdb.gov.bd

সূত্র : জনকণ্ঠ, ২৪ জানুয়ারি

* ঢাকা কমার্স কলেজ

পদ ও যোগ্যতা : অধ্যক্ষ। ব্যবসায় শিক্ষা/মানবিক/সমাজবিজ্ঞান/বিজ্ঞান অনুষদের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ পিএইচডি। শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। স্নাতক পর্যায়ের কলেজ পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৭৮০০০-৯০৩৮০ টাকা।

পদ ও যোগ্যতা : উপাধ্যক্ষ। বিজ্ঞানের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ পিএইচডি। স্নাতকোত্তর পর্যায়ে কলেজ পরিচালনায় ৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ ২০ বছরের কলেজ পর্যায়ের শিক্ষকতা।

বেতনক্রম : ৬৬০০০-৭৬৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক। প্রথম শ্রেণির সম্মানসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং এমফিল। কলেজ পর্যায়ে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রভাষক, প্রথম শ্রেণির সম্মানসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : ডেমোনেস্ট্রেটর। বিএসসি। ন্যূনতম সিজিপিএ ২.৫০। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৪ ফেব্রুয়ারি।

যোগাযোগ : অধ্যক্ষ, ঢাকা কমার্স কলেজ, রাইনখোলা, মিরপুর

ঢাকা-১২১৬।

সূত্র : প্রথম আলো, ২২ জানুয়ারি

* বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : ড্রাফটসম্যান, ১টি। বিএসসি। ড্রাফটসম্যান কাম ক্যাড বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অথবা এইচএসসিসহ ভোকেশনাল ইন ড্রাফটিংয়ে ট্রেড কোর্স।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : স্টোরকিপার, ১টি। স্নাতক। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে দক্ষ। পিএ (উপাচার্যের অফিস), ১টি। স্নাতকসহ শর্টহ্যান্ডে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ। ল্যাব ইনস্ট্রাক্টর কাম স্টোরকিপার, ১টি। বিএসসিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ। উচ্চমান সহকারী, ১টি। স্নাতক। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৫ ফেব্রুয়ারি।

যোগাযোগ : রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

সূত্র : ইত্তেফাক, ২২ জানুয়ারি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close