চাকরি ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০১৯

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি

* পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশন

পদ ও যোগ্যতা : উপব্যবস্থাপক (নির্মাণ ও রক্ষণাবেক্ষণ), ১টি। ২টি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএসহ যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক বা সমমানের পদে কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন : ৬২০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি।

যোগাযোগ : উপব্যবস্থাপনা পরিচালক-৩, পিকেএসএফ ভবন, প্লট-ই, ৪-বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলানগর,

ঢাকা-১২০৭।

সূত্র : প্রথম আলো

* কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

পদ : সহকারী অধ্যাপক/প্রভাষক, সমাজবিজ্ঞান, ১টি; ব্যবস্থাপনা, ১টি; পরিসংখ্যান, ১টি। প্রভাষক, দর্শন, ২টি; সমাজবিজ্ঞান, ২টি; ব্যবস্থাপনা, ২টি; পরিসংখ্যান, ২টি; আইন ও বিচার, ১টি; অর্থনীতি, ২টি।

বেতনক্রম : সহকারী অধ্যাপক ৩৫৫০০-৬৭০১০ টাকা। প্রভাষক ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৪টি।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ : অফিস সহায়ক, ৫টি।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি।

যোগাযোগ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

সূত্র : ডেইলি অবজারভার

* এসকায়েফ ফার্মাসিউটিক্যালস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অ্যাকাউন্টস অফিসার পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিংয়ে এমকম পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জীবনবৃত্তান্তসহ মেইলে ([email protected]) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে মেইলে বিষয়ের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে ১৯ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত।

সূত্র : এনটিভি অনলাইন

* কর্ণফুলী গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার/ডেপুটি রিজিওনাল ম্যানেজার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। পদটির জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার/ডেপুটি রিজিওনাল ম্যানেজার

পদসংখ্যা : মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের পূর্ববর্তী কাজের ছয় বছরের অভিজ্ঞতা এবং মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। পদটির জন্য আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩০ ও অনূর্ধ্ব ৩৫ বছর। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন : বেতন ৩৫ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close