চাকরি ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০১৯

নিয়োগ দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিভিন্ন গ্রেডে চারটি পদে সর্বমোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম : হিসাবরক্ষক, হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা : চারটি পদে সর্বমোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা : হিসাবরক্ষক, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকা যাবে না। এ ছাড়া অন্যান্য পদের জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে

আবেদনের জন্য ১০ মার্চ, ২০১৮ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন স্কেল

* হিসাবরক্ষকের বেতন ১৮৬০০ টাকা (গ্রেড-১৪)

* হিসাব সহকারীর বেতন ১৭৩৪৫ টাকা (গ্রেড-১৬)

* অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বেতন ১৭৩৪৫ টাকা (গ্রেড-১৬) এবং

* কম্পিউটার অপারেটরের বেতন ১৭৩৪৫ টাকা (গ্রেড-১৬)

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার অথবা সরাসরি এসে জমা দেওয়া যাবে।

ঠিকানা : বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭।

আবেদনের সময়সীমা

আবেদন পাঠানো যাবে আগামী ১৮ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close