চাকরি ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

সিপাহি নিয়োগ দেবে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯৩তম ব্যাচে সিপাহি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই পদে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম : ৯৩তম ব্যাচে সিপাহি।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। (মহিলা ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য)

শারীরিক যোগ্যাতা :

পুরুষ প্রার্থীর সঙ্গেÑউচ্চতা : ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি )।

ওজন : ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপ : স্বাভাবিক ৮১.২৮ সেন্টিমিটার (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেন্টিমিটার (৩৪ইঞ্চি)।

উপজাতীয়দের ক্ষেত্রে ৭৬.২০ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেন্টিমিটার (৩২ ইঞ্চি)।

দৃষ্টিশক্তি : ৬/৬

মহিলা প্রার্থীর সঙ্গেÑউচ্চতা : ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)।

ওজন : ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।

বুকের মাপ : স্বাভাবিক ৭১.১২ সেন্টিামিটার (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ৭৬.২০ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেন্টিমিটার (৩২ ইঞ্চি)।

দৃষ্টিশক্তি : ৬/৬

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০ টাকা। তৎসহ বাড়িভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)।

ভর্তির তারিখ ও স্থান : এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদনের নিয়ম

বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরা টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ

আজ ১৫ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : কালের কণ্ঠ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close