চাকরি ডেস্ক

  ০৩ আগস্ট, ২০১৮

টাকা জাদুঘরে কিউরেটর নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে চুক্তিভিত্তিতে একজন কিউরেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, প্রতœতত্ত্ব অথবা মিউজিওলোজি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদনকারীকে শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। তবে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদনের জন্য প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয়/জাদুঘরে কমপক্ষে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো বিষয়ভিত্তিক জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন চারটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর। চাকরির চুক্তির মেয়াদ দুই বছর। তবে উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চুক্তি নবায়ন করা যেতে পারে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মাসিক বেতন সর্বসাকুল্যে দেড় লাখ টাকা। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন সময়ে তিনি কোনো বর্ধিত বেতন, ভাতা, আগাম, ইনক্রিমেন্ট, বোনাস, চিকিৎসা সুবিধা, পদোন্নতি বা অন্য কোনো সুবিধা পাবেন না।

আগ্রহী প্রার্থীদের মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০-এর ই-মেইলে ([email protected]) আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। সূত্র : সমকাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist