চাকরি ডেস্ক

  ১৪ জুলাই, ২০১৮

ডেসকোতে বিভিন্ন পদে নিয়োগ

জনবল চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। আবেদনের শেষ তারিখ ১৯ জুলাই। কোন পদে কতজন নেওয়া হবে ও আবেদনের যোগ্যতার বিস্তারিত পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ২৯ জুন কালের কণ্ঠে। এ ছাড়া বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে www.desco.org.bd/bangla/career_b.php লিংকে।

বিজ্ঞাপন অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), অ্যাসিস্ট্যান্ট কেব্ল জয়েন্টার, অফিস অ্যাসিস্ট্যান্ট, সাবস্টেশন অ্যাটেনডেন্ট গ্রেড-২, ভেন্ডিং অপারেটর, মেশিন অপারেটর, অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন্ট সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান, রিসিপশনিস্ট, ইলেকট্রিশিয়ান, স্পেশাল গার্ড (কেপিআই), মিটার রিডার-কাম-বিল সার্ভার, মিটার অ্যাসেম্বলার (গ্রেড-২) ও ম্যাসেঞ্জার পদে লোকবল নেবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেড (ডেসকো)।

আবেদনের নিয়ম : আবেদন করতে হবে অনলাইনে। ডেসকোর ওয়েবসাইটে (www.desco.org.bd) পাওয়া যাবে অনলাইন আবেদন ফরম ও ফরম পূরণের নির্দেশনা। নির্দেশনা অনুসারে প্রার্থীর স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং সর্বশেষ পরীক্ষার সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদের কপি আপলোড করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদ পর্যন্ত আবেদন ফি বাবদ এক হাজার ৫০০ টাকা এবং অন্য সব পদের জন্য এক হাজার টাকা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের রকেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করা যাবে ১৯ জুলাই পর্যন্ত।

বেতন-ভাতা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) পদে মূল বেতন ৫১ হাজার টাকা। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মূল বেতন ৩৯ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট কেব্ল জয়েন্টার পদে ২৫ হাজার টাকা, অফিস অ্যাসিস্ট্যান্ট, সাবস্টেশন অ্যাটেনডেন্ট গ্রেড-২, ভেন্ডিং অপারেটর, মেশিন অপারেটর, অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন্ট সুপারভাইজার পদ পর্যন্ত মূল বেতন ২৪ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান, রিসিপশনিস্ট, ইলেকট্রিশিয়ান পদে ২৩ হাজার টাকা, স্পেশাল গার্ড (কেপিআই), মিটার রিডার-কাম-বিল সার্ভার পদে ১৮ হাজার টাকা, মিটার অ্যাসেম্বলার (গ্রেড-২) ১৭ হাজার

টাকা এবং ম্যাসেঞ্জার পদে মূল বেতন ১৫ হাজার ৫০০ টাকাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। সূত্র : কালের কণ্ঠ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist