চাকরি ডেস্ক

  ০৩ মার্চ, ২০১৮

মেঘনা গ্রুপে বিভিন্ন পদে নিয়োগ

মেঘনা গ্রুপের ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে ফায়ার ইন্সপেক্টর পদে ৮ জন, ফায়ার সুপারভাইজার পদে ২৪ জন এবং ফায়ারম্যান পদে ১২৯ জন নেওয়া হবে। নিরাপত্তা শাখায় নিরাপত্তা ইন্সপেক্টর পদে ৯ জন, নিরাপত্তা সুপারভাইজার পদে ৫ জন এবং নিরাপত্তা গার্ড পদে ২২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সরাসরি নিয়োগ পরীক্ষা দেওয়া যাবে ৩১ মে পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

ফায়ার ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা এসএসসি। উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত কিংবা সেনা, নৌ বা বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। ফায়ার সার্ভিসের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার সুপারভাইজার পদে আবেদনের যোগ্যতা এসএসসি। উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত লিডার কিংবা সেনা, নৌ বা বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল বা সার্জেন্টরা অগ্রাধিকার পাবেন। ফায়ার সার্ভিসের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান পদে অষ্টম শ্রেণি পাসসহ উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। ফায়ার সার্ভিস কাজে অভিজ্ঞ এবং অবসরপ্রাপ্ত ফায়ারম্যানদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা এসএসসি। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। একই পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা সুপারভাইজার পদে এসএসসিসহ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল ও সার্জেন্টরা অগ্রাধিকার পাবেন। সমপদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা গার্ড পদের জন্য অষ্টম শ্রেণি পাসসহ উচ্চতা

কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স থাকতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। সমপদে

এক বছরের কাজের অভিজ্ঞরা

অগ্রাধিকার পাবেন।

চাকরি জন্য যা প্রয়োজন

৩১ মে পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টায় উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। সরাসরি নিয়োগের বেলায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে।

বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা

ফায়ার ইন্সপেক্টর পদে মাসিক বেতন দেওয়া হবে ১৯ হাজার টাকা, ফায়ার সুপারভাইজার পদে ১৪ হাজার টাকা এবং ফায়ারম্যান পদে ১১ হাজার ৫০০ টাকা। নিরাপত্তা ইন্সপেক্টর পদে ১৬ হাজার টাকা, নিরাপত্তা সুপারভাইজার পদে ১৪ হাজার টাকা এবং নিরাপত্তা গার্ড পদে ১১ হাজার ৫০০ টাকা বেতন পাওয়া যাবে। এ ছাড়াও গ্রæপের নিয়ম অনুুসারে ওয়েলফেয়ার ফান্ড সুবিধা, উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি, বিনামূল্যে বাসস্থান, স্বল্পমূলে আহার ও অতিরিক্ত দায়িত্বের জন্য ভাতা পাওয়া যাবে।

যোগাযোগ

সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার, মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

সূত্র : কালের কণ্ঠ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist