চাকরি ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০১৮

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দরখাস্ত অনুযায়ী সহযোগী অধ্যাপক পদে পুরকৌশল বিভাগে ১ জন, গণিত বিভাগে ১ জন, সহকারী অধ্যাপক পদে পুরকৌশল বিভাগে ১ জন, যন্ত্রকৌশলে ২ জন, আইপিই বিভাগে ১ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রভাষক পদে পুরকৌশলে ২ জন, যন্ত্রকৌশলে ২ জন, সিএসই বিভাগে ২ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, আইপিই বিভাগে ১ জন, ত ও ই কৌশলে ২ জন, ইটিই বিভাগে ১ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন নেওয়া হবে।

এ ছাড়া সিনিয়র মেডিক্যাল অফিসার পদে ১ জন এবং মেডিক্যাল অফিসার পদে ১ জন নিয়োগ পাবেন।

বেতনস্কেল : জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, সহযোগী অধ্যাপক পদে ৫০,০০০-৭১,২০০ টাকা, সহকারী অধ্যাপক এবং সিনিয়র মেডিক্যাল অফিসার পদে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, প্রভাষক এবং মেডিক্যাল অফিসার পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

সূত্র : বাংলানিউজ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist