বিনোদন প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৭

‘অন্তরজ্বালা’ দিয়ে খুলছে ১৭ প্রেক্ষাগৃহ

১৫ ডিসেম্বর সারা দেশের ১৭৫টি প্রেক্ষগৃহে মুক্তি পাচ্ছে মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ ছবিটি। এই গুণী নির্মাতার ছবিটি ২৪তম নির্মাণ। প্রয়াত নায়ক মান্নার এক অন্ধভক্তকে ঘিরে আবর্তিত গল্পের ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। গত রোববার রাজধানীর নিকুঞ্জের একটি অভিজাত হোটেলে ছবিটি মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মালেক আফসারী, নায়ক জায়েদ খান, নায়িকা পরীমনি, নৃত্যপরিচালক মাসুম বাবুল, জয়, মৌমিতা মৌসহ অনেকে। এ সময় পরিচালক মালেক আফসারী বলেন, ‘এখন আমি কেবল দর্শকের হাততালির অপেক্ষায় আছি। দর্শকসাফল্য না পেলে হয়তো এটিই হবে আমার শেষ নির্মাণ। তবে আমি বিশ্বাস করি দর্শক আমাকে নিরাশ করবে না। কারণ আমার দর্শক সাধারণ মানুষ। ফেসবুকের দর্শক নয়।’ ছবিটি নিয়ে নায়ক জায়েদ খান বলেন, ‘চার বছর ধরে লেগে থেকেছি মালেক আফসারী স্যারের পেছনে। সুযোগ হলো কাজটি করার। আগের ছবিগুলোতে দর্শক নায়ক জায়েদ খানকে দেখেছে। এবার দেখবে অভিনেতা জায়েদ খানকে। আর এটা কোনো নায়ক বা নায়িকার মুভি নয়, পরিচালক মালেক আফসারীর ছবি। আমি এই ছবিতে নিজেকে ভাঙার চেষ্টা করেছি। আশা করি এর ফল দর্শকরা দেবেন।’ তিনি আরো বলেন, বন্ধ হয়ে যাওয়া ১৭টি প্রেক্ষাগৃহ নতুন করে চালু হচ্ছে ‘অন্তরজ্বালা’ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে। বন্ধ প্রেক্ষাগৃহগুলো ট্রেলার দেখে এই ছবি চালানোর জন্য আগ্রহী হয়েছেন। এদিকে আজ সন্ধায় বিপিএলের এবারের আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত এ ছবিটির প্রচারণার জন্য বিপিএল ফাইনাল ম্যাচটিকে বেছে নিয়েছেন সংশ্লিষ্টরা। এই ভিন্নধর্মী প্রচারণায় আজ মাঠে হাজির হবেন ‘অন্তরজ্বালা’ ছবির শিল্পী ও কলকুশলীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist