তুহিন খান নিহাল

  ২০ অক্টোবর, ২০১৭

‘বিচার চাই, বিচার হতে হবে’

বরেণ্য চলচ্চিত্রকার খান আতাউর রহমানকে নিয়ে সম্প্রতি বিতর্কের জেরে সংবাদ সম্মেলেন ডেকেছিল চলচ্চিত্রের বৃহত্তর সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার; যা আহ্বান করেন সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক। গতকাল বেলা ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নায়ক ফারুক বলেন, “নাসিরউদ্দিন সাহেব আপনি প্রমাণ করবেন খান আতাউর রহমান রাজাকার ছিলেন, না হয় আপনাকে জাতির কাছে মাফ চাইতে হবে। যখন ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি মুক্তি পায় তখন ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুর সরকার। তখনকার সেই সরকারই সেন্সর বোর্ড তৈরি করেছে। সেই সরকারই বলতে পারবে ছবিটি নেগেটিভ না পজেটিভ। যদি নেগেটিভ হতো, সেই ছবি সেন্সর পেত না। তাই আমি বলব, আপনি স্বাধীনতার পক্ষের সরকারের বিপক্ষে কথা বলছেন। এর বিচার চাই, এর বিচার হতে হবে।”

এ সময় খান আতাউরের ছেলে কণ্ঠশিল্পী আগুন বলেন, ‘প্রমাণ হবেই আমার বাবা রাজকার ছিলেন না। আমার বিশ্বাস, বাচ্চু চাচা তার ভুল বুঝতে পারবেন এবং তার বক্তব্য ফিরিয়ে নেবেন।’ এ সময় গুণী নির্মাতা আমজাদ হোসেন বলেন, ‘নাসিরউদ্দিন তুমি আমার ভাই। একজন মুক্তিযোদ্ধা হয়ে কেন ঢিলটা মারলা? ১০ বছর আগে আতা ভাই আমাদের ছেড়ে চলে গেছে। তোমাদের তো কোনো ক্ষতি করেনি। তুমি কেন এই ময়লা কথাটা উচ্চারণ করলা? তোমার কথা যদি সত্যি না হয়। তোমাকে এফডিসির গেটে ঢোকার আগে চলচ্চিত্রের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’

‘দুঃখের কিছু কথা বলতে চাই’ শিরোনামের এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিভি জামান, শেখ নজরুল ইসলাম, কাজী কামাল ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকনসহ চলচ্চিত্রে সংশ্লিষ্ট অনেকেই।

আলোচনা শেষে প্রদর্শিত হয় খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি। উল্লেখ্য, গত সপ্তাহে নিউইয়র্কে এক সাংস্কৃতিক সমাবেশে নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু প্রয়াত খান আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। এবং ‘আবার তোরা মানুষ হ’ ছবিটিকে নেগেটিভ বলে মন্তব্য করেন। এর রেশ ধরে কয়েক দিন ধরে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। এবার উল্লিখিত ইস্যুতে সংবাদ সম্মেলন করল বাংলা চলচ্চিত্র পরিবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist