বিনোদন প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

নায়করাজের জন্য কর্মসূচি ঘোষণা

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক প্রয়াত হয়েছেন গত ২১ আগস্ট। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন তার কাজের মাধ্যমে। নায়করাজের কর্মময় জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু কর্মসূচি ঘোষণা করেছে স্বাধীনতা সংসদ ও ৭১ মিডিয়া ভিশন।

গত বুধবার বিকেলে এফডিসির মান্না ভবনে নায়করাজ রাজ্জাকের স্মরণে স্বাধীনতা সংসদ ও ৭১ মিডিয়া ভিশনের উদ্যোগে ‘আমাদের চলচ্চিত্র ও একজন নায়করাজ রাজ্জাক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অভিনেত্রী নূতন, অঞ্জনা, ৭১ মিডিয়া ভিশনের চেয়ারম্যান জাফর আহমেদ জয়, শেরেবাংলা গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মেদ, ৭১ মিডিয়া ভিশনের মহাসচিব আর কে রিপনসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন নায়করাজ রাজ্জাক। তিনি তার চলচ্চিত্র জীবনে যে অবদান রেখেছেন তা এ জাতি কোনো দিনও ভুলতে পারবে না। সভায় নায়করাজ রাজ্জাকের জন্য কর্মসূচি ঘোষণা করেন বক্তারা। এর মধ্যে আছে এফডিসি চত্বরে এই শিল্পীর ম্যুরাল স্থাপন, এফডিসিতে তার নামে একটি ভবন তৈরি ও ঢাকার যেকোনো একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম নায়করাজের নামে করা। এই দাবিগুলো কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী ও এফডিসির মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist