বিনোদন প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৭

রোকেয়া প্রাচীর পাঁচ দিন

দেশের জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। তবে বর্তমানে অভিনয়ের ব্যস্ততার চেয়ে ভিন্ন এক ব্যস্ততা নিয়েই সময় যাচ্ছে এ অভিনেত্রীর। সামাজিক উন্নয়নের পাশাপাশি নিজ এলাকা ফেনীর সোনাগাজীর মানুষের সুখ-দুঃখের কথা শোনা আর সেগুলোর প্রতিকার নিয়ে এগিয়ে যাওয়াই তার এখনকার ব্যস্ততা। কারণ অভিনেত্রীর পাশাপাশি ক্ষমতাসীন দলের একজন মহিলা নেত্রীও তিনি।

দায়িত্ব পালন করছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদকের। এই নেত্রী পরিচয়েই এবার জাতীয় শোক দিবসকে সামনে রেখে সোনাগাজীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেন। নিজের সামাজিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’-এর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ফেনী ও সোনাগাজীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সার্বিক তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে ১৫ আগস্ট থেকে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। উল্লিখিত দিনগুলোতে নাটক গণসংগীত, কবিতা পাঠের আসরের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।

এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার এ শোকের মাসে নানাভাবেই এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের বাস্তবায়নই হচ্ছে পাঁচ দিনব্যাপী এ আয়োজন। যাতে ছিল বহুমাত্রিক কর্মসূচি। বঙ্গবন্ধুর ওপর বেশ কিছু তথ্যচিত্রও জনসাধারণের সামনে প্রদর্শন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist