বিনোদক প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৭

এবার ‘ডাকাত’ মোশাররফ করিম

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হলো নাটক ‘ডাকাত’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং এল আর সোহেলের পরিচালনায় নাটকটিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। সদরঘাট লঞ্চঘাট ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এই নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়নসহ অনেকে। ঈদের ছুটিতে লঞ্চে বাড়ি ফেরা থেকে গল্পের শুরু।

এক ছাপোষা যুবক ও এক মধ্যবয়সী ডাকাতের পরিচয় হয় লঞ্চে। তারা একই কেবিনের যাত্রী। সহযাত্রী এক সময়ের কুখ্যাত ডাকাত শুনে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে। ধীরে ধীরে এককালের জাঁদরেল ডাকাতের ভেতরে সে আবিষ্কার করে জীবনের প্রতি দয়াবান এক দুঃখী মানুষকে। সত্য ঘটনা অবলম্বনে রচিত ডাকাত গল্পটি একপর্যায়ে ¯্রফে একটি লঞ্চ যাত্রার গল্প হয়ে থাকে না, বরং হয়ে ওঠে দুজন পৃথক মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রার গল্প, যে যাত্রা একবার শুরু করলে শেষ না করে থামার উপায় নেই। পরিচালক এল আর সোহেল জানান, নাটকটি ঈদুল আজহা উপলক্ষে আরটিভিতে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist