বিনোদন প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০১৭

চঞ্চল-মিলির ‘হ্যাপি ফ্যামিলি’

ঈদের নাটক ‘হ্যাপি ফ্যামিলি’তে কাশেম ও ভানুমতি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল-মিলি। বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটকটির গল্পে দেখা যাবে-হাশেম-কাশেম দুই ভাই। আলাদা সংসার। প্রতিদিন সকাল হলেই দুই পরিবারে শুরু হয় ঝগড়া, চলে ঘুমাবার পূর্ব পর্যন্ত। কিন্তু গ্রামবাসীকে তারা বড়মুখ করে বলে, আমরা হ্যাপি ফ্যামিলি। গ্রামবাসীও জানে তারা কেমন হ্যাপি ফ্যামিলি।

এক দিন বড় ভাই হাশেম স্ত্রী ওপর রাগ করে বিষপান করতে বাইরে চলে যান। দিন পার হয়ে গেলেও বাড়ি ফেরেন না তিনি। সবাই খুব উদ্বিগ্ন। সত্যিই কি হাশেম মরে গেলেন? এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হ্যাপি ফ্যামিলি’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, মাসুদ রানা মিঠুসহ অনেকে।

এ ব্যাপারে চঞ্চল চৌধুরী বলেন, বৃন্দাবন দাসের গল্প বরাবরই অন্যরকম। প্রতিটি চরিত্রেই থাকে ভিন্নতা, কাজও করি মনের আনন্দে। আর দীপুর সঙ্গে এটি আমার ৭ম নাটক, তাই বোঝাপড়াও অনেক পুরনো। নাটকটি অনেক ভালো হয়েছে। আশা করি দর্শকরা বেশ ভালোভাবে উপভোগ করবে। ফারহানা মিলি বলেন, এর আগে বৃন্দাবন দাদার দুয়েকটি

নাটক আমি করেছি। তার লেখা একটি ধারাবাহিকেও অভিনয় করছি। যেহেতু নাকটটি পাবনার আঞ্চলিক ভাষায় লেখা, তাই শুরুতে আমার কিছুটা কষ্ট

হলেও বৃন্দাবন দাদা, চঞ্চল দাদা, খুশি আপা পাশে থেকে সহযোগিতা করায় তেমন কঠিন বলে মনে হয়নি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। দীপু ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। অনেক ভালো লেগেছে। ঈদে গাজী টিভিতে নাটকটি দেখানো হবে জানিয়েছেন পরিচালক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist