বিনোদন প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ডিএফপির কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে ৯ থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডিএফপির মাল্টিপারপাস হলে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। সরকারি তথ্য বিবরণীতে এসব তথ্য জানা গেছে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রকাশিত সচিত্র বাংলাদেশ, সচিত্র কিশোর মাসিক পত্রিকা নবারুণ ও বাংলাদেশ কোয়ার্টারলির কয়েক বছরের আগস্ট সংখ্যা নিয়ে ডিএফপি প্রাঙ্গণে এক প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্রের ডিজিটাল প্রদর্শনী সপ্তাহব্যাপী চলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist