বিনোদন প্রতিবেদক

  ২৬ জুলাই, ২০১৭

চার বছর পর দেশের নাটকে টনি ডায়েস

টনি ডায়েস। বাংলাদেশের ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় তারকা। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ভালো আবৃত্তি করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা টনি ডায়েস চার বছর পর দেশের নাটকে অভিনয় করেছেন।

সম্প্রতি একটি দেশীয় টিভি অনলাইন মিডিয়ার সঙ্গে কথোপকথনে এই নাটক সম্পর্কে তিনি জানান, ‘চার বছর পর দেশের নাটকে কাজ করেছি। নাটকের নাম অনাহূত। ঈদের নাটক। লিখেছেন লিপি মনোয়ার, পরিচালনা করেছেন সৈয়দ জামিম। প্রযোজনা করেছে প্রিয়ন্তী। নির্বাহী প্রযোজক মনোয়ার হোসেন পাঠান। নিউইয়র্কেই শুটিং হলো।’

কাজটি হঠাৎ? করেই হয়েছে কি না জানতে চাইলে টনি ডায়েস বলেন, ‘না না, আমরা বছরখানেক ধরে পরিকল্পনা করেছি। যুক্তরাষ্ট্র থেকে নাটক তৈরি করে দেশের এটিএন বাংলা আর আরটিভিতে দিতে চাই। কিন্তু এখানে তো খরচ অনেক বেশি। সব কিছুতেই ডলারের হিসাব। আর ঢাকার টিভি চ্যানেলগুলো নাটকের দাম সেভাবে দিতে চায় না। তারপরও আমরা চেষ্টা করছি পরীক্ষামূলকভাবে এখান থেকে ৫-৬টি নাটক ও টেলিছবি তৈরি করি, দেখি সেগুলো থেকে রিটার্ন কেমন আসে। এসব কিছুর ওপর আমাদের ভবিষ্যৎ? পরিকল্পনা নির্ভর করছে।

‘অনাহূত’ নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউইয়র্কের গল্প। ভালো লেগেছে গল্পটি। তাই কাজটি করার ইচ্ছা হলো। এই নাটকে আরো অভিনয় করেছেন মিলা হোসেন, শামসুজ্জামান বকুল, শিরিন বকুল, আনিসুর রহমান দিপু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist