বিনোদন প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৭

জোভান-নাদিয়ার ‘আই লাফ ইউ’

মা মারা যাওয়ার পর হিয়া অস্বাভাবিক হয়ে উঠেছে। সে ঠিকমতো হাসে না, কারো সঙ্গে কথা বলে না। তা নিয়ে হিয়ার বাবা মিজান সাহেব উদ্বিগ্ন। তিনি সদ্য পরিচিত এক যুবক অয়নকে দায়িত্ব দেন মেয়েটিকে হাসানোর। অয়ন নানা কায়দায় হিয়াকে স্বাভাবিক করে তোলে। এরই মাঝে অয়ন ও হিয়ার প্রেম হয়। আর মেয়ের জামাই হিসেবে অয়নকে পছন্দ করেন সবাই। এ অবস্থায় একটি দুর্ঘটনা সব এলোমেলো করে দেয়। এভাবেই এগিয়েছে ‘আই লাফ ইউ’ শিরোনামের একক নাটকের গল্প। সুস্ময় সুমনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় জুটি জোভান ও নাদিয়া এবং নাদিয়ার বাবার চরিত্রে রয়েছেন কাজী উজ্জ্বল। নাটকটি নিয়ে নাদিয়া জানান, ‘এই নাটকটিতে জোভানের দুটি চরিত্র। আমার বাবা কাজী উজ্জ্বল। মা মারা যাওয়ার পর আমার মুখে হাসি নেই। এই অবস্থা দেখে বাবাও উদ্বিগ্ন। আর তখনই বাবার সঙ্গে একটি ছেলের পরিচয় হয় সে হচ্ছে জোভান।’ বাবা চরিত্রে অভিনয় করা কাজী উজ্জ্বল বলেন, এই নাটকটির গল্পে একটি ভিন্নতা রয়েছে। সবাই সবাইকে হাসাতে জানে না। হাসাতে এক ধরনের ক্ষমতা লাগে। সে নিজেই হয়তো সারাদিন বুকের কষ্ট নিয়ে অন্যকে হাসায়। আর এই চরিত্রটিই অভিনয় করেছে জোভান। ইতোমধ্যে শেষ হয়েছে ‘আই লাফ ইউ’ নাটকটির দৃশ্য ধারণের কাজ। নয়েস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist