বিনোদন প্রতিবেদক

  ২৫ জুন, ২০১৭

ঈদে চয়নিকার আট নাটক ও টেলিফিল্ম

অনেক জনপ্রিয় টিভি নাটক ও টেলিফিল্মের নির্মাতা চয়নিকা চৌধুরী। এবার ঈদুল ফিতরে ভিন্ন ঘরানার গল্প নিয়ে আটটি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। এতে অভিনয় করেছেন দেশের গুণী শিল্পীরা। তার নির্মিত ‘কখনো নির্জন দুপুর আসে’ নাটকটি ঈদের তৃতীয় দিন বেলা ১১টায় একুশে টিভিতে প্রচারিত হবে। রচনায় মাসুম শাহরিয়ার। অভিনয়ে সিয়াম, জোভান, নাজিরা মৌ, নাদিয়া মীম এবং আজম খান।

ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘তাল পাতার পাখা’। রচনায় মাসুম শাহরিয়ার। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা। এছাড়াও দেখা যাবে-ডলি জহুর, নাজিরা মৌ, আজম খানকে। দেশ টিভিতে প্রচারিত হবে ‘কারণ সে আকাশ ভালোবাসে’ নাটকটি। রচনা ফারিয়া হোসেন। অভিনয়ে শর্মিলী আহমেদ, সজল, তাসনুভা তিশা, আজম খান প্রমুখ।

ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘এবং স্বপ্নের মৃত্যু’ নাটক। রচনায় মাসুম শাহরিয়ার। অভিনয়ে শর্মিলী আহমেদ, সিয়াম আহমেদ, শবনম ফারিয়া, বাপ্পী, খোরশেদ ও আজম খান। দীর্ঘ সাত বছর পর বাংলাভিশনের জন্য চয়নিকা নির্মাণ করেছেন ‘সবুজ মানুষ’ নাটকটি। রচনায় মাসুম শাহরিয়ার। অভিনয়ে মাহফুজ আহমেদ, প্রভা, তাসনুভা তিশা, পৃথু এবং আজম খান। ঈদের পঞ্চম দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে নাটকটি।

অসম প্রেমের কাহিনি নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘ভালোবেসেছিলে’। রচনায় মাসুম শাহরিয়ার। অভিনয়ে আবুল হায়াত, আফসানা মিমি, সিয়াম, শায়লা সাবি, মৌরী সেলিম। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটকটি। ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘ফিরে আসার গল্প’। রচনায় ফারিয়া হোসেন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, নাঈম, ইমন, সাদিয়া জাহান প্রভা, সোনিয়া এবং আজম খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist