বিনোদন প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

ঈদের দ্বিতীয় দিনে বিশাল আয়োজনে ‘ইত্যাদি’

এবারো ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ১০ মিনিটে। রাজধানীর ইনডোর স্টেডিয়ামে একটি বিশাল সেটে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এ আয়োজন। বরাবরের মতো এবারো ‘ইত্যাদি’ শুরু করা হয় ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। এবারের ঈদ ইত্যাদিতে একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন এন্ড্রু কিশোর। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিয়ে গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। গানটির চিত্রায়ণে এন্ড্রু কিশোরের সঙ্গে অংশ নিয়েছে ইত্যাদির দেওয়া ঈদের পোশাকে সজ্জিত দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। ‘ঈদে ঘরমুখো মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’Ñএই বিষয় নিয়ে একটি বক্তব্যধর্মী, সচেতনতামূলক নাচ করা হয় এবারের অনুষ্ঠানে। নাচটি পরিবেশনায় রয়েছেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে রয়েছেন শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। নাচটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। এবারের ঈদ ইত্যাদিতে দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে শহরাঞ্চলের নানান সমস্যা নিয়ে পাঁচজন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী ও অপূর্ব। ঈদের ইত্যাদির বিভিন্ন চমকের একটি হচ্ছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। এবার তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর করা মিউজিক্যাল ড্রামায় অংশ নিয়েছেন আজিজুল হাকিম, কুসুম শিকদার, ইমন, নিরব ও দিনাত জাহান মুন্নী। ইত্যাদির বিভিন্ন পর্বে আমাদের সমসাময়িক প্রসঙ্গ ও সমাজের অসঙ্গতির বিরুদ্ধে থাকে তীব্র কটাক্ষপাত। এবারো তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে। যে পর্বটি উপস্থাপনা করেছেন অপি করিম। অতিথি হিসেবে ছিলেন মিশা সওদাগর, আহমেদ রুবেল, তবিবুল ইসলাম ও দিলারা জামান। এবারের ঈদের ইত্যাদিতে একটি গানে অংশ নিয়েছেন এই প্রজন্মের ক’জন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, কনা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছে প্রীতম হাসান। বরাবরের মতো বিদেশিদের নিয়ে এবারো রয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। এই পর্বটিতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় অর্ধ শতাধিক বিদেশি নাগরিক অংশ নিয়েছেন। এবারের বিদেশি পর্বে একটি চমৎকার স্লোগান হচ্ছেÑ‘যৌতুক নেওয়া মহাপাপ-যৌতুক সমাজের অভিশাপ।’ প্রতি ঈদের মতো এবারো রয়েছে ব্যাপক আয়োজনে বিষয়ভিত্তিক দলীয় সংগীত। সে সঙ্গে নাচ। এ পর্বের নৃত্য পরিচালনা করেছেন মামুন ও মুকুল। সংগীতায়োজন করেছেন মেহেদী। প্রতিবারই ইত্যাদির দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারের দর্শকপর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে পরবর্তী অংশে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। মামার নিষেধ সত্ত্বেও এবারের ঈদে মৌসুমী ব্যবসায়ী ভাগ্নে নতুন ব্যবসার পরিকল্পনা করেছে। আর ওদিকে নানি-নাতিকে দেখা যাবে স্টুডিওতে দর্শকদের সামনে। তাদের এবারের তর্কযুদ্ধের বিষয় ‘ঈদের বিশেষ অফার’। ইত্যাদির উল্লেখযোগ্য শিল্পীরা হলেন, এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, কেএস ফিরোজ, সোলায়মান খোকা, মহিউদ্দিন বাহার, আব্দুল কাদের, আফজাল শরীফ, প্রাণ রায়, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভীন, নিপু, জিল্লুর রহমান, আমিন আজাদ, কামাল বায়েজিদ, শেলী আহসান, সুভাশিষ ভৌমিক, তারেক স্বপন, জামিল হোসেন, বিলু বড়ুয়া, সজল, মুকুল সিরাজ, সাজ্জাদ সাজু, নিসা, ইমিলা, নজরুল ইসলাম, হাশিম মাসুদসহ অনেকে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist