বিনোদন প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

ঈদে বিটিভিতে ‘পাহাড়িয়া মন’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে বিশেষ অনুষ্ঠান ‘পাহাড়িয়া মন’ দেখানো হবে। অনুষ্ঠানটিতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিল্পীরা অংশ নিয়েছে। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড়সহ বিভিন্ন এলাকায়।

তিন পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের নাচ গানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের দেখা মিলবে। পাহাড়, চা বাগান, লেক, ঝুলন্ত সেতুসহ একাধিক দৃষ্টিনন্দন জায়গায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাজ করতে হয়েছে। তবে তিন পর্বে সাজানো প্রতিটি পর্বই দর্শকদের নজর কাড়তে পারবে বলে আশা তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist