বিনোদন ডেস্ক

  ১৫ জুন, ২০১৭

চালবাজ ছবির শুটিংয়ে নিষেধাজ্ঞা

শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘চালবাজ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী ২০ জুন। কিন্তু শুটিং শুরুর আগেই ‘পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স’ এই ছবির শুটিং বন্ধ করতে সোচ্চার হয়েছে।

সংগঠনটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কার্সের প্রেসিডেন্ট ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবকল্যাণ মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস খবরটি নিশ্চিত করেছেন। তার বরাত দিয়ে কলকাতায় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে এই সংবাদ।

স্বরূপ বিশ্বাস জানান, গত এক বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠানটি শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক ঠিক মতো দিচ্ছে না। এমনকি টেকনিশিয়ানদের প্রতি নানা অবিচার করছে। ১৯ জনকে তাদের প্রাপ্য এখনো দেয়নি, এমন অভিযোগ এসেছে ফেডারেশনের কাছে। এমনটা যাতে ভবিষ্যতে আর না ঘটে, এ কারণেই সংগঠনটি ‘চালবাজ’ ছবির শুটিংয়ে নিষেধজ্ঞা দিয়েছে।

বিষয়টি নিয়ে এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বলেন, ‘আমরা গত ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে ছবি বানিয়ে আসছি। এই সময়ে ফেডারেশনের এমন অসহযোগিতা কাম্য নয়। তাছাড়া আমরা বর্তমানে দেশের বাইরে শুটিং করছি। সুতরাং এখন তাদের কাছ থেকে আমাদের সহযোগিতা পাওয়ার কথা। আমরা যৌথ প্রযোজনার মাধ্যমে দেশীয় চলচ্চিত্র, শিল্পী এবং টেকনিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ করে দিচ্ছি। এটা নিয়ে বরং ফেডারেশনের গর্ব করা উচিত।’

আগামী ২০ জুন থেকে লন্ডনে ‘চালবাজ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি আর ঢাকার অনন্য মামুন। প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট আর ভারতের এস কে মুভিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist