বিনোদন প্রতিবেদক

  ২৩ মে, ২০১৭

‘আয়নাবাজি’ দেখলেন রাষ্ট্রপতি

এবার অমিতাভ রেজার সাড়া জাগানো ছবি ‘আয়নাবাজি’ উপভোগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য এবং সহকর্মীদের নিয়ে ছবিটি দেখেছেন। ছবিটি প্রদর্শনে সহযোগিতা করেছে জাজ মাল্টিমিডিয়া।

বঙ্গভবনে ‘আয়নাবাজি’ প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন আয়নাবাজি পরিবারের পক্ষ থেকে প্রযোজক জিয়াউদ্দিন আদিল, টম ক্রিয়েশনসের সিইও সালমা আদিল, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান এবং গাজী টিভির এমডি আমান আশরাফ ফায়েজ।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় আন্তর্জাতিক মানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নিয়ে দর্শকদের উছ¡াস ছিল ব্যাপক। মুক্তির অনেক আগে থেকেই দেশি-বিদেশি গণমাধ্যমের আলোচনায় মুখরিত ছিল এই ‘আয়নাবাজি’। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ন্যারেটিভ ফিল্ম’ উপাধি পাওয়াসহ বিশ্বের বিভিন্ন নামি-দামি চলচ্চিত্র উৎসবে অনেক প্রশংসা কুড়িয়েছে ভিন্ন ধারার এই চলচ্চিত্রটি।

‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘বঙ্গভবনে সিনেমা প্রদর্শন এই প্রথম। মহামান্য রাষ্ট্রপতির পরিবার আগ্রহ প্রকাশ করায় আমরা এই প্রদর্শনীর ব্যবস্থা করি। একসঙ্গে বসে সিনেমাটা তার পরিবার দেখে বিনোদিত হওয়ায় আমি আর আমার দল খুবই আনন্দিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist