বিনোদন প্রতিবেদক

  ২০ মে, ২০১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫

‘বাপজানের বায়োস্কোপ’-এর জয়জয়কার

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’-এর আসরে যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা এবং সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। এবারকার আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ সর্বাধিক ৯টি বিভাগে জয়লাভ করেছে ভিন্ন ধারার ছবি ‘বাপজানের বায়োস্কোপ’। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল এবং অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে-

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : যুগ্মভাবে ‘একাত্তরের গণহত্যা’ ও ‘বধ্যভূমি’।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর এক দিন)।

শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : যুগ্মভাবে শাকিব খান (আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রী)।

শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : জয়া আহসান (জিরো ডিগ্রী)।

শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র) : গাজী রাকায়েত (অনিল বাগচীর এক দিন)।

শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র) : তমা মির্জা (নদীজন)।

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী (খলচরিত্র) : ইরেশ যাকের (ছুঁয়ে দিলে মন)।

শ্রেষ্ঠ শিশুশিল্পী : যারা যারিব (প্রার্থনা)। একই শাখায় একই ছবির জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন প্রমিয়া রহমান।

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক : সানী জুবায়ের (অনিল বাগচীর এক দিন)।

শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র- মহুয়া সুন্দরী) এবং এসআই টুটুল (উথালপাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)।

শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র- অনিল বাগচীর এক দিন)।

শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথালপাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)।

শ্রেষ্ঠ সুরকার : এসআই টুটুল (উথালপাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)।

শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ)।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)।

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : হুমায়ুন আহমেদ (অনিল বাগচীর এক দিন)।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : সামুরাই মারুফ (জিরো ডিগ্রী)।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মাহফুজুর রহমান খান (পদ্মপাতার জল)।

শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন কুমার পাল (জিরো ডিগ্রী)।

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : মুসকান সুমাইকা (পদ্মপাতার জল)।

শ্রেষ্ঠ মেকআপম্যান : শফিক (জালালের গল্প)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist